নির্বাচনী যজ্ঞ শেষ, ক্ষমতায় ফিরছে এনডিএ - সবগুলো সমীক্ষায় পূর্বাভাস
পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রে সদ্য শেষ হল ১৭ তম লোকসভা নির্বাচন। সাত দফায় চলল দেশের ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। কোন দলের কতগুলি কেন্দ্রে জেতার সম্ভাবনা বেশি এবং দেশের আগামী সরকার গঠনের সম্ভাব্য হিসেব নিয়ে আয়োজিত সমীক্ষার নামই এক্সিট পোল।
সব জল্পনার অবসান অবশ্য হবে আগামী ২৩ মে। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে সেদিন।
এনডিটিভি এক্সিট পোলের আসামের ফলাফল সম্বন্ধে আভাষ দেওয়া হয়েছে এনডিএ জোট ৯, ইউপিএ ৪, অন্যান্য ১।
এদিকে টাইমস নাও ভিএমআর সমীক্ষা বলছে এনডিএ ৬, ইউপিএ ৭, অন্যান্য ১।
নিউজ নেশন’র সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে এনডিএ ৯-১১, ইউ পি এ : ২-৬ অন্যান্য : ০
নিউজ এইটিন’র পূর্বাভাস
এনডিএ : ৮-১০, ইউপিএ : ২-৬, অন্যান্য : ০
সর্বভারতীয় পর্যায়ে অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছে অনায়াসে ম্যাজিক ফিগার (২৭৩) পেরিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) সরকার। অর্থাৎ ম্যাজিক ফিগার (২৭৩) থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ। ১৯৮৯ সাল থেকে জোট সরকারই ক্ষমতায় থেকেছে ২০১৪ এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত। ২০১৪ সালে ২৮২ টি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসে এনডিএ সরকার। এক্সিট পোল বলছে সেই ধারা অব্যাহত থাকছে এবারও।
রিপাবলিক টিভি-সি ভোটার সমীক্ষা মতে
বিজেপি : ২৮৭ ইউপিএ: ১২৮ অন্যান্য দল: ১২৭
রিপাবলিক-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছে, এনডিএ ২৮৭, ইউপিএ ১২৮ এম জি বি ৪০, অন্যান্য ৮৭।।
নিউজ নেশন বিজেপি : ২৮২-২৯০ ইউপিএ: ১১৮-১২৬ অন্যান্য দল: ১৩০-১৩৮
টাইমস নাও সংস্থার এক্সিট পোল বলছে এনডিএ এবং ইউপিএ যথাক্রমে পাচ্ছে ৩০৬ এবং ১৩২ টি আসন। ১০৪ টি আসন পাবে অন্যান্য দল।
বুথ ফেরত পরীক্ষা, এই নাম থেকেই বোঝা যাচ্ছে ভোটাররা ভোট দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে এক্সিট পোল করা হয়। কোন দল সরকার গঠন করতে পারে তার একটা হাওয়া বোঝা যায় এক্সিট পোলের মাধ্যমে। তবে এক্সিট পোলের সঙ্গে চূড়ান্ত ফলাফল যে মিলবেই এমন কথা হলফ করে বলা যায় না। আবার এক এক সংস্থার এক্সিট পোলে হিসেবের তারতম্যও যথেষ্ট, তা উপরের হিসেব থেকেই বোঝা যাচ্ছে। আগামী ২৩শে মে সব ধাঁধার সমাধান মিলবে।
Comments are closed.