Also read in

ইলেকশন ২০১৯ : গোনা হবে কমপক্ষে ৩৭টি ভিভিপ্যাট, গণনার দিন ড্রাইডে

আগামীকাল সারাদেশের সঙ্গে ঝাঁপিরবন্দের ন্যাট্রিপেও সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভা এলাকার পাঁচটি করে ভিভিপ্যাটের স্লিপ গণনা করতে হবে বাদ্ধতামূলকভাবে। সেই হিসেবে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত শিলচর লোকসভা কেন্দ্রে সর্বমোট ৩৫টি ভিভিপ্যাট ভোট গণনা বাধ্যতামূলক। এর সাথে আরো দুটো ভিভিপ্যাট যুক্ত হলো। দুটো বুথে মক পোল হওয়ার পর তথ্য মুছে না দেওয়ার জন্য ওই দুটি পোলিং স্টেশনের ইভিএম থেকে প্রাপ্ত তথ্য নেওয়া হবে না। ভিভিপ্যাট স্লিপ গণনা করে ফলাফল বের করতে হবে। তাছাড়াও যদি কোন ইভিএমের হিসাব কোন ধরনের গরমিল পাওয়া যায় বা কারিগরি ত্রুটি দেখা দেয়,তবে ভিভিপ্যাট স্লিপ গুনা হবে। এই প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই গণনা শেষ করতে বিলম্ব হবে। তবে রাত আটটার আগেই ফলাফল ঘোষণা করা যাবে বলে আশা ব্যক্ত করেন জেলাশাসক লায়া মাদ্দুরি। গতকাল এক সাংবাদিক বৈঠকে এই তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন জেলা উপায়ুক্ত।

নিরাপত্তার দিকটা খোলাসা করে তিনি জানান, নেট্রিপে গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বৈধ অনুমতি পত্র ছাড়া কোন লোক ভেতরে ঢুকতে পারবেন না।

গণনা প্রক্রিয়ায় বিভিন্ন স্তর মিলিয়ে ৪৮৫ জন কর্মী-আধিকারিক সহযোগিতা করবেন, তাদের প্রশিক্ষণ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এবার এ পর্যন্ত ৫৭৪১ পোস্টাল ব্যালট জমা পড়েছে বলে জানালেন জেলাশাসক, তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
প্রতিদিন বিধানসভা এলাকার ভোট গণনার জন্য থাকছে ১৪টি করে টেবিল। এর মধ্যে শিলচর ও ধলাই বিধানসভা এলাকার ১৪টি টেবিল একই কক্ষে থাকবে। বাকি পাঁচটি বিধানসভা এলাকার টেবিলগুলো দুটো করে কক্ষে থাকবে। যেসব ভিভিপ্যাটের স্লিপ গুনা হবে, তা রেনডম সিলেকশন করা হবে।

এদিকে, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন ড্রাইডে। তাই, আগামী ২৩মে সকাল পাঁচটা থেকে ২৪ ঘন্টার জন্য অথবা গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন ।

ফলে, জেলার সমস্ত মদের দোকান, বন্ডেড ওয়্যারহাউস, হোলসেল ওয়ার হাউজ, ক্লাব, হোটেল প্রভৃতি স্থানে এই সময়ে কোন ধরনের মদ বিক্রি করা যাবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আসাম আবগারি অ্যাক্টের ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে প্রদত্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments are closed.