Also read in

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন হাইলাকান্দির ডিসি, এসপি'র, যথোচিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস

আসাম মিজোরাম সীমান্তের কচুরথল এলাকায় একটি মসজিদে বিস্ফোরণের খবরে হাইলাকান্দির জেলা উপায়ুক্ত শুক্রবার সকালে ওই স্থান পরিদর্শন করেন।

ঘটনার বিবরণে জানা যায়, এই বিস্ফোরণটি গতকাল রাত দুটো পনেরো মিনিট নাগাদ সংঘটিত হয়। সৌভাগ্যক্রমে মসজিদে তখন কেউ ছিলেন না, তাই হতাহতেরও কোনো খবর নেই।

জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি, পুলিশ অধীক্ষক মহনিশ মিশ্রকে সাথে নিয়ে ওই বিস্ফোরণস্থল পর্যবেক্ষণ করেন আজ সকালে। উপায়ুক্ত হাইলাকান্দি মিজোরাম সীমান্তে কলাশিব জেলার উপায়ুক্ত এবং এসপির সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উভয় তরফে ই টহলদারি জোরদারভাবে চালানো হবে।

দুষ্কৃতীদের ধরার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, এই আশ্বাস দিয়ে জেলা প্রধান জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন।

এই ঘটনায় সকাল থেকে যারা রাস্তা অবরোধ করে সৃষ্টি করেছিলেন, তারা এই আবেদনের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন। তবে স্থানীয় জনগণ ক্ষতিগ্রস্ত মসজিদটির জন্য প্রশাসনের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

কাটলিছড়ার এমএলএ সুজাম উদ্দিন লস্কর ও ওই স্থানটি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন।

ঘটনার পর় রামনাথপুর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

 

পূর্ববর্তী ঘটনা জানতে হলে এখানে ক্লিক করুন :

হাইলাকান্দির মিজোরাম সীমান্তে মসজিদে বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতি

 

Comments are closed.