Also read in

মেঘালয়ের সোনাপুরে ধস নামায় ৬ নং জাতীয় মহাসড়ক সংযোগ বিচ্ছিন্ন

আজ দুপুর ১২ টার সময় মেঘালয়ের সোনাপুরে ধস নামার ফলে শিলচর- শিলং রোডে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। শিলচর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে সোনাপুরের রাস্তার ওপরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ায় ৬ নং জাতীয় মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধসের ফলে প্রায় ১৫০ মিটার জুড়ে রাস্তা শুধু মাটি এবং ধ্বংসাবশেষ দ্বারা ঢাকা পড়ে যায়। ফলে বিপুল সংখ্যক ট্রাক, বাস এবং অন্যান্য যানবাহন আটকে পড়েছে।

সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, মেঘালয়ের পূর্ত বিভাগের কাছে বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এদিকে বারবার ঝড় বৃষ্টি আসায় কাজে ব্যাঘাত ঘটছে। তাছাড়া শ্রমিকরাও কাজ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তবে পূর্ণোদ্যমে রাস্তা পরিষ্কারের কাজ চলছে বলে জানা যায়। যদিও শেষ রিপোর্ট পাওয়া অনুযায়ী, এখনও রাস্তা পরিষ্কার করে যানবাহন চলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি।

Comments are closed.