Also read in

উচ্চমাধ্যমিকে আশানুরূপ ফল না করায় আত্মহত্যার পথ বেছে নিল বদরপুরের রাজীব

পড়াশোনার চাপ, পরীক্ষার চাপ, পরীক্ষার ফলাফলের চাপ, পরীক্ষাতে ভালো ফল না করলে সমাজে মুখ দেখানোর চাপ, মা-বাবার প্রত্যাশা পূরণ করতে না পারার চাপ, প্রতিযোগিতামূলক বাজারে ক্যারিয়ার গড়ার চাপ, এমন অজস্র চাপে আজকের প্রজন্ম জর্জরিত। আর এ চাপ সহ্য করতে না পেরে ঝরে গেল আরো একটি তরতাজা প্রাণ। চলে গেল রাজীব ঘোষ উচ্চ মাধ্যমিকে ভালো ফল করতে না পারার আক্ষেপে।

বদরপুর নবীন চন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র রাজীব রবিবার  আত্মহত্যা করেছে বলে জানা যায়। তার পরিবারের লোকেরা রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। নিজের বেল্টের সাহায্যে রাজীব ছাদের সঙ্গে নিজেকে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

উচ্চমাধ্যমিকে তার ফলাফল আশানুরূপ না হওয়ার কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। বদরপুর রেলওয়ে কলোনির  বাসিন্দা রতন ঘোষের ছেলে রাজীব এবারের উচ্চ মাধ্যমিকে তৃতীয় বিভাগে পাস করেছে।

নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বললে তিনি আমাদের জানান যে এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

এদিকে পরিবারের লোকজন তথা বন্ধুবান্ধব শোকস্তব্ধ। রাজীবের এমন অসময়ে চলে যাওয়াকে তারা কিছুতেই মানতে পারছেন না। শোকাহত এলাকার লোকজনও।

Comments are closed.