Also read in

ব্যতিক্রমী ঘটনা : বিহাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক সবুজ কান্তি দাস সুদূর ওড়িশায় সম্মানিত

বিহাড়ার অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সবুজ কান্তি দাস ওডিশার কটকের আয়না সাহিত্য পত্রিকার তরফে ২০১৯’র ওড়িয়া সাহিত্যের একজন শ্রেষ্ঠ পাঠক হিসেবে বিশেষ সম্মান লাভ করলেন । গত ২১ মে ওডিশার কটকে আয়না সাহিত্য পত্রিকার ২০১৯’র বার্ষিক সাহিত্য উৎসবে বিশিষ্ট আধ্যাত্মিক গবেষক বৃন্দাবন দাস সবুজ কান্তি দাসের হাতে ওড়িয়া সাহিত্যের শ্রেষ্ঠ পাঠকের সম্মাননা পত্র তুলে দেন।

এর আগে বিশিষ্ট ওড়িয়া সাহিত্যিক অজয় মহলার পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ডঃ প্রসন্ন কুমার সাহু,সরোজ মহাপাত্র,আয়না সাহিত্য পত্রিকার সম্পাদক ক্ষেত্রবাসী সাহু, বিশিষ্ট মারাঠি সাহিত্যিক ভগবান বৈদ্য সহ আরও অনেকে। প্রত্যেক বক্তাই বাংলাভাষী হয়েও সবুজ কান্তি দাস যেভাবে ওড়িয়া সাহিত্যের প্রতি যে নিরলস সেবা করছেন তার ভূয়সী প্রশংসা করেন। সবুজ কান্তি দাস তার বক্তব্যে কিভাবে ওড়িয়া ভাষা শিখলেন তার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন, বাংলা আমার মাতৃভাষা । ওড়িয়া ও অসমিয়া আমার মাসির ভাষা। মায়ের সাথে আমার মাসির ভাষাও আমি শিখেছি। এই বক্তব্যের পর সমস্ত সভা প্রাঙ্গণ সবুজ কান্তি দাসের উদ্দেশ্যে হাত তালিতে ফেটে পড়ে। সবুজ কান্তি দাস ওড়িয়া ভাষায় বক্তব্য রাখেন। ঐ দিন উক্ত অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিশিষ্ট ওড়িয়া সাহিত্যিক গৌড়াঙ্গ কুমার সাহু। সবুজ কান্তি দাসের এই সম্মান প্রাপ্তিতে এলাকায় খুশির মহল দেখা দিয়েছে।

Comments are closed.

error: Content is protected !!