Also read in

হাইলাকান্দিতে বন্দুক নিয়ে বিজেপি নেতার পুত্রের দাদাগিরি, প্রতিবাদে উত্তাল চা বাগান

 

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠনের প্রাক মুহুর্তে বন্দুক নিয়ে এক বিজেপি নেতার পুত্রের গুন্ডাগিরি ও এক ব্যাক্তি জখমের ঘটনায় বৃহস্পতিবার সকালে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে হাইলাকান্দির গাগলাছড়া চা বাগান। বিজেপি নেতার পুত্রের গুন্ডাগিরির প্রতিবাদে রাজপথ কাঁপান ক্ষুব্ধ চা বাগান শ্রমিকরা। যদিও পুলিশ সিআরপিএফ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পুলিশ হাইলাকান্দি জেলা বিজেপির সহসভাপতি রাধেশ্যাম কৈরীর পুত্র সত্যজিৎ কৈরিকে বন্দুক সহ গ্রেফতার করেছে। জানা গেছে, বিগত প্রায় চার সপ্তাহ ধরে গাগলাছড়া চা বাগানের শ্রমিকরা রেশন, তলব পাচ্ছেন না। যার ফলে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বৃহস্পতিবার সকালে, বাগান পঞ্চায়েত সহ একাংশ শ্রমিক নেতাদের নিয়ে বাগান কার্যালয়ে এক বৈঠকে বসেন বাগানের ম্যানেজার, কর্মীরা। ওই বৈঠকে শ্রমিকরা তাদের তিন সপ্তাহের বকেয়া পারিশ্রমিক, তলব প্রদানের দাবিতে সোচ্চার হয়ে উঠেন।

তখন এনিয়ে বাগান পঞ্চায়েত তথা হাইলাকান্দি জেলা বিজেপির সহসভাপতি রাধেশ্যাম কৈরীর সাথে তর্ক বাঁধে শ্রমিক সরজু নুনিয়ার। বৈঠকের মধ্য থেকে বিষয়টি বাড়িতে পুত্র সত্যজিৎ কৈরিকে জানান রাধেশ্যাম কৈরী। অল্পক্ষনের মধ্যেই হাতে বন্দুক সহ লোহার রড নিয়ে বৈঠকে প্রবেশ করে সত্যজিৎ। আর উপর্যুপরি সরুজু নুনিয়ার উপর হামলা চালায়। এতে সরজু জখম হয়। এম্বুলেন্স করে তাকে পাঠানো হয় হাসপাতালে ।

এদিকে এঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন বাগান শ্রমিকরা। খবর পেয়ে কালাছড়া ফাঁড়ি পুলিশ ছুটে এসে বন্দুক সহ সত্যজিৎ কৈরি কে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে ক্ষুব্ধ শ্রমিকরা বাগান কার্যালয়ের সম্মুখে জড়ো হয়ে এঘটনার ন্যায় বিচার সহ তিন সপ্তাহের বকেয়া পারিশ্রমিক প্রদানের দাবি জানাতে থাকেন। চা শ্রমিকদের প্রতিবাদী আন্দোলনে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা গাগলাছড়া এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে সিআরপিএফ বাহিনী নিয়ে ছুটে যায় লালা পুলিশ। এ প্রতিবেদন লিখা পর্যন্ত শ্রমিকরা বকেয়া পারিশ্রমিক প্রদানের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন৷ পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে।

Comments are closed.