Also read in

ফের লুট হাইলাকান্দিতে: এবার স্টেট ব্যাঙ্কের ভেতর থেকে ছিনতাই তিন লক্ষ টাকা

হাইলাকান্দি জেলায় দিনদুপুরে অর্থ লুটের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। রাজপথ থেকে এবার খোদ ব্যাঙ্কের ভেতর ঢুকে পড়ল লুটেরাদের দল।

মঙ্গলবার দিন দুপুরে ভারতীয় স্টেট ব্যাঙ্কের লালা বাজার শাখায় হজ্ব যাত্রার টাকা জমা দিতে আসা চার হজযাত্রীর তিন লক্ষ টাকা লুট করে পালায় এক ছিনতাইবাজ।

এদিন বেলা বারোটা নয় মিনিটের সময় ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে, এ বছরের হজ্ব যাত্রী
হাইলাকান্দির রাজ্যেশ্বরপুর গ্রামের মোহাম্মদ নুর ইসলাম লস্কর এদিন বেলা বারোটা নাগাদ লালা বাজার স্টেট ব্যাঙ্কে হজ্ব যাত্রার টাকা জমা দিতে আসেন। তিনি সহ তাঁর সাথী অন্য তিন হজ্ব যাত্রীর এ বছরের হজ্বের শেষ কিস্তির ৬৪ হাজার করে মোট ২ লক্ষ ৫৯ হাজার টাকা জমা করছিলেন। টাকা জমা দেওয়ার জন্য যখন তিনি ফর্ম পূরণ করছিলেন ঠিক সেই মুহুর্তে এক যুবক তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁর চিৎকার চেঁচামেচিতে অন্য গ্রাহকরা ছুটে আসার আগেই ছিনতাইবাজ দৌড়ে পালিয়ে যায়।

হাইলাকান্দি জেলা হজ্ব কমিটির যুগ্ম সম্পাদক হাফিজ আবুল হোসেন মাঝারভুইয়া অভিযোগ করে বলেন, ঘটনার সময় ব্যাঙ্কের নিরাপত্তা রক্ষী রীতিমতো নিস্ক্রিয় ছিলেন। ওই নিরাপত্তা রক্ষী ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারের পেছনে বসে থাকার দরুন ছিনতাইকারী বিনা বাধায় ব্যাঙ্কের ভেতর থেকে টাকা লুট করে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি ব্যাঙ্কের ভেতর থেকে টাকা ছিনতাইয়ের সময় নিরাপত্তা রক্ষীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে লালা পুলিশ দ্রুত ব্যাঙ্কে ছুটে এসে তদন্তে নামলেও এখন পর্যন্ত ছিনতাইকারীর কোন সন্ধান বের করতে পারে নি। লালা পুলিশ ব্যাঙ্ক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে লালা থানার ওসি লিটন নাথ জানিয়েছেন।

Comments are closed.

error: Content is protected !!