Also read in

ড্রাগস সরবরাহকারী গ্রেফতার হাইলাকান্দির কাটলিছড়ায়

হাইলাকান্দির কাটলিছড়া থেকে ড্রাগস সরবরাহকারীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেলে কাটলিছড়া হাসপাতাল রোডের ন্যাশনাল হাইওয়ে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কাটলিছড়া পুলিশ।

কাটলিছড়া থানার ওসি নির্মল বিশ্বাস জানান, এদিন বিকেলে কাটলিছড়া পুলিশ অভিযান চালিয়ে সাতটি হেরোইনের কন্টেইনার সহ এক ড্রাগস সরবরাহকারীকে গ্রেফতার করেছে। জানা যায়, ধৃত ড্রাগস সরবরাহকারীর নাম নিজাম উদ্দিন বড়ভুইয়া এবং তার বাড়ি লালা থানাধীন মোহাম্মদপুর দ্বিতীয় খন্ড গ্রামে।

জানা যায়, এদিন নিজাম উদ্দিন ড্রাগস সরবরাহ করার জন্য হাসপাতাল রোডের ন্যাশনাল হাইওয়ে এলাকায় দাঁড়িয়ে ছিল। পুলিশ খবর পেয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছায় এবং তাকে ড্রাগস সহ হাতেনাতে পাকড়াও করে থানায় নিয়ে আসে। ধৃত নিজাম উদ্দিন জানায়, সে এগুলো গ্রাহকদের মধ্যে সরবরাহ করার জন্য নিয়ে এসেছিল। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালতে বিচারপতির নির্দেশে তাকে এরপর জেল হাজতে প্রেরণ করা হয়।

Comments are closed.

error: Content is protected !!