Also read in

আজকের শিরোনাম: এনআরসি-র আগেই চাই বিল! দিল্লি যাচ্ছে রাজ্য বিজেপি- রাজদীপ

সুপ্রভাত, আজ শনিবার, ৮ই জুন, ২০১৯ খ্রিস্টাব্দ; ২৪শে জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

নাগরিক পঞ্জি-ছুটরা নিজেরাই যাতে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন, সেই ব্যাপারে এক সংশোধনী নির্দেশ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সবগুলো স্থানীয় পত্রিকা এই খবরকেই লিড করেছে।

দৈনিক যুগশঙ্খের আট কলাম জোড়া মুখ্য শিরোনাম,

ট্রাইব্যুনালের দরজা খুলল এনআরসি-ছুটদের জন্য : ৬০ দিনের মধ্যে আবেদন, ট্রাইব্যুনালের রায়ে নাম উঠতে পারে নাগরিকপঞ্জিতে

প্রান্তজ্যোতিও আট কলাম জোড়া শিরোনাম করেছে,

নাগরিকত্ব আইনে সংশোধন আনল কেন্দ্র: এনআরসির চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলেও ৬০ দিনের ভিতরে ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে আবেদনকারীকে

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,

তালিকা-ছুটদের মেরিট দেখে শুনানি হবে ট্রাইব্যুনালে: এনআরসি নিয়ে নয়া ফরমানে আতঙ্কের ভ্রুকুটি দেখছেন ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘুরা

সাময়িক বক্স করে জানাচ্ছে,

সোনাউল্লাহকে জামিনে মুক্তি ।। কেন্দ্র, রাজ্য, নির্বাচন কমিশন, এনআরসি কর্তৃপক্ষ তদন্তকারীকে হাইকোর্টের নোটিশ

এই প্রসঙ্গে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

অবশেষে সানাউল্লাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর, রাজ্য-কেন্দ্রকেই নোটিশ

শিলচরের সাংসদকে উদ্ধৃত করে যুগশঙ্খের খবর,

এনআরসি-র আগেই চাই বিল, দিল্লি যাচ্ছে রাজ্য বিজেপি: রাজদীপ

এনআরসি নিয়ে প্রান্তজ্যোতির অন্য খবর,

অসম আন্দোলনের সেনানীর বিরুদ্ধেও এনআর সিতে আপত্তি

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • জাতীয় দলের স্বীকৃতি পেল উত্তর-পূর্বের প্রথম দল এন পি পি
  • রাহুলের স্থলে কংগ্রেস সভাপতি হওয়ার ইচ্ছে আসলাম খানের
  • বঙ্গবন্ধু মুজিবুরের স্বপ্নকে সত্যি করার অঙ্গীকার নয়া বিদেশ মন্ত্রীর
  • দলের চাপ, ফের কমিটিতে রাজনাথ

ধলাইর রজনীখালের উচ্ছেদ নিয়ে সাময়িক প্রসঙ্গের অ্যাঙ্কর প্রতিবেদন,

  • হাতি লাগিয়ে রজনী খালে ৮২ পরিবার উচ্ছেদ – আছে ভোটাধিকার, পাচ্ছেন সরকারি সুবিধেও, প্রবল বর্ষণে খোলা আকাশের নিচে শিশু- বৃদ্ধ- মহিলা
  • অভিযানের পেছনে রুপম হত্যা?

প্রথম কলামে সাময়িকের খবর,

মোদির মুকুটে পালক- স্বচ্ছ ভারত প্রকল্পের প্রশংসায় ইউনিসেফ

সাময়িকের আরও কয়েকটি খবর,

  • নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা
  • সিপিএম, সিপিআই সহ ১৫ দল ভোট পেল নোটা’র থেকেও কম
  • কাশ্মীরে সেনার গুলিতে এক বছরে খতম ১০৩ জঙ্গী
  • ধুলো ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, হত ১৯
  • কেরল সফরে ‘চায়ে পে চর্চা’য় রাহুল, আজ যাচ্ছেন মোদিও
  • ভিসা ছাড়াই উড়ান, হাসিনাকে আনতে গিয়ে আটক পাইলট

ভেতরের পাতায় যুগশঙ্খের খবর,

  • কাছাড় কলেজে পুলিশ! হ্যান্ডিক মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে জলঘোলা
  • রজনী খালে পাকা মসজিদ ভাঙতে পারলনা ৫ হাতি
  • জিরিঘাটে ব্রাউন সুগার সহ আটক ২
  • লালায় কাটাখাল নদীতে তলিয়ে গেল শিশু কন্যা

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

বৃদ্ধ-বৃদ্ধাদের লইয়া ভাবনার সময় এখন

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

প্রতিরক্ষা সরঞ্জাম কেনা কমাচ্ছে না তো পাকিস্তান

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

রাজনৈতিক ভবিষ্যদ্বাণী

এবং

নমোর স্বপ্নের জলশক্তি মন্ত্রক

খেলার পাতায় গতকালের ম্যাচ নিয়ে প্রান্তজ্যোতির খবর,

আবার বৃষ্টির থাবায় পরিত্যক্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

আজকের ম্যাচ নিয়ে যুগশঙ্খ লিখেছে,

আজ ঘুরে দাড়াতে মরিয়া দু’দলই, বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.