
ওয়ান স্টপ সেন্টার ও কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে 'অরিয়েন্টেশন প্রোগ্রাম'
কাছাড় জেলা পুলিশ কর্তৃপক্ষ এবং ওয়ান স্টপ সেন্টারের যৌথ উদ্যোগে শিলচরে একটি ‘অরিয়েন্টেশন প্রোগ্রাম’ আয়োজন করা হয় শনিবার। এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পর মহিলাদের সুরক্ষার জন্য ভারত সরকারের পক্ষ থেকে ওয়ান স্টপ সেন্টার প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই ওয়ানস্টপ সেন্টার জেলায় জেলায় মহিলাদের বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হওয়া থেকে উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।
‘এ পর্যন্ত কাছাড় জেলায় ১৩৮টি মহিলা সুরক্ষা বিষয়ক ঘটনাকে সেন্টার সামাল দিয়েছে। যদিও এ ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগই ছিল বধূ নির্যাতনের’, জানালেন ওয়ান স্টপ সেন্টারের কাছাড় জেলা শাখার পক্ষ থেকে সুচেতা ভট্টাচার্য। তার বক্তব্য থেকে আরো জানা গেল, এই ওয়ান স্টপ সেন্টার মহিলাদের অনেক ধরনের সুবিধা একই জায়গায় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে পুলিশের সহায়তা খুব প্রয়োজন বলে জানালেন সুচিত্রা ভট্টাচার্য। কারণ পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়া মহিলাদের স্বাস্থ্য পরিষেবাও পাইয়ে দেওয়া সম্ভব নয়। অনেক সময় পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগের অভাবে সেন্টারের পক্ষে কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই পুলিশের সহযোগিতা খুব প্রয়োজন বলে তাদেরকে জানানো হলে এই সচেতনতা অনুষ্ঠানটিতে যোগ দিতে তারা আগ্রহ প্রকাশ করেন।
এদিনের অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জগদিশ দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সীমান্ত) অনল জ্যোতি দাস, প্রত্যেকটি পুলিশ থানার ওসি সহ বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকরা অংশগ্রহণ করেন।
এ দিনের অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সুচিত্রা ভট্টাচার্য জানান, পুলিশ এবং বিভিন্ন প্রয়োজনীয় সরকারি বিভাগের সহায়তায় জেলার মহিলাদের কাছে কিভাবে সেন্টার একটি ভরসার স্থল হয়ে উঠতে পারে সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গৃহীত এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে এই সুবিধা গ্রহণ করতে পারেন সে বিষয়ে সচেতন করে তোলার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত এই ওয়ান স্টপ সেন্টার এর মূল উদ্দেশ্য হচ্ছে একজন মহিলাকে সব ধরনের সহায়তা পাইয়ে দেওয়া। কোন মহিলা নির্যাতিতা হলে তাকে পুলিশের সাহায্য থেকে শুরু করে স্বাস্থ্য জনিত সাহায্য, আইনের সাহায্য এমনকি এসবের পাশাপাশি সেই নির্যাতিতাকে প্রাথমিকভাবে আশ্রয় দিয়ে তাকে মানসিকভাবেও সাহায্য করছে এই সেন্টার। জেলার বিভিন্ন সামাজিক সংগঠন সেন্টারের সঙ্গে হাত মিলিয়ে মহিলাদের জন্য কাজ করছে বলে জানা যায়।
রাজ্যের প্রত্যেকটি জেলায় কেন্দ্র সরকারের উদ্যোগে মহিলাদের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে।কাজেই পুলিশ প্রশাসন এবং ওয়ান স্টপ সেন্টারের কর্মকর্তারা যাতে একসঙ্গে কাজ করতে পারেন সেই উদ্দেশ্যেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার জগদিশ দাস। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একে অন্যকে জানার সুযোগ হবে এবং সেন্টারের কর্মকর্তাদের পাশে দাঁড়ানো সহজ হবে পুলিশ প্রশাসনের পক্ষে। এর ফলে কাজে অগ্রগতি আসবে।
মহিলার সুরক্ষার ক্ষেত্রে আইনগত ও স্বাস্থ্যগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা বার সংস্থার সাধারণ সম্পাদক নীলাদ্রি রায়, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গৌতম সিং। এদিনের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা ওয়ান স্টপ সেন্টারের কর্মকর্তাদের কিভাবে আরো ভালো ভাবে কাজ করা যায় সে বিষয়ে উপদেশ প্রদান করেন।
Comments are closed.