সাত সকালে শিলচর- তিরুবনন্তপুরম এক্সপ্রেস ট্রেনে আগুন, আতঙ্ক স্টেশন চত্বরে
আজ সকালে স্টেশনের পিট লাইনে দাঁড়িয়ে থাকা শিলচর-তিরুবানন্তপুরম এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরে গেলে স্টেশন চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাটি আজ সকাল ৭-৫০ মিনিট নাগাদ, শিলচর রেলওয়ে স্টেশনে।ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। মুহুর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দুটো বগিতে ছড়িয়ে পড়ে এবং ঐ দুটো বগিও ভস্মীভূত হয় । সাথে সাথে, রেলওয়ের অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে তৎপর হয়, আসে দমকলের তিনটি ইঞ্জিনও, ফলে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা হয়।
এদিকের, তখন পার্শ্ববর্তী তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল যত্রার জন্য তৈরি শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেন। রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি ট্রেনটিকে অন্য লাইনে সরিয়ে নেন। এই ঘটনায় দুই নম্বর প্লাটফর্মে হুলুস্তুল শুরু হয়ে যায়, তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
Comments are closed.