Also read in

ফেসবুকে সপ্তদশীর অশ্লীল ছবি আপলোড করায় গ্রেফতার সেই সুজিত দাস

 

কাছাড় জেলার বড়খলা এলাকার বালাছড়ায় এক ১৭ বর্ষীয়া তার অশ্লীল ছবি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সেই ঘটনায় অভিযুক্ত যুবক সুজিত দাস ওরফে বাপ্পাকে বালাছড়া থেকেই গ্রেফতার করল পুলিশ।

হতভাগ্য কিশোরীর ভাই বলাই মালাকার সুজিত দাসের বিরুদ্ধে থানায় প্রাথমিক এজাহার ( নং ১৭২/১৯) দাখিল করেছিলেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নং ধারা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত চালায় পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার সুজিত দাসকে গ্রেফতার করে পুলিশ। তাকে রোববার আদালতে হাজির করা হয় এবং বিচারবিভাগীয় হেফাজতে রাখতে নির্দেশ দেয় আদালত।

বড়খলা থানার অফিসার ইনচার্জ সুরজিৎ চৌধুরী জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে সুজিত দাসের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে। তবে তাদের সম্পর্কে কিভাবে ফাটল ধরল এবং সঠিক কি কারণে মেয়েটি আত্মহত্যা করল তা এখনো খোলাসা হয়নি।

তদন্ত চলছে, কয়েকদিনের মধ্যেই সবকিছু স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এ ক্ষেত্রে সহায়তা করবে বলে চৌধুরী জানান।

Comments are closed.