Also read in

করিমগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ সুদর্শনকে হাতেনাতে ধরল আসাম রাইফেলস

এক সফল অভিযানে ১৩৮টি হেরোইনের কন্টেনার সহ এক  ড্রাগস সরবরাহকারীকে  গ্রেফতার করে করিমগঞ্জ পুলিশের হাতে তুলে দিল ২৯ আসাম রাইফেলস । সোমবার গভীর রাতে আসাম রাইফেলস, করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানাধীন চরগোলা চা বাগানের নয় নম্বর গ্রুপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার সহ এক ড্রাগস সরবরাহকারীকে আটক করে।

এরপর ড্রাগস সহ আটক সরবরাহকারী চরগোলা চা বাগানের সুদর্শন গোয়ালা (৩২) কে রাতাবাড়ি পুলিশ থানায় সমঝে দেওয়া হয়। আসাম রাইফেলস এদিন রাতে সুদর্শন গোয়ালার ঘর থেকে ১৩৮ টি ড্রাগস ভর্তি কন্টেনার সহ ন’টি পলিথিন প্যাকেট ভর্তি হেরোইন বাজেয়াপ্ত করে।।।জানা গেছে, এদিন রাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে রাতাবাড়ি থানার পুলিশ সহযোগে চরগোলা চা বাগানে অভিযান চালিয়ে এই সাফল্য পায় ২৯ আসাম রাইফেলস ।। পুলিশ সুদর্শন গোয়ালাকে গ্রেফতার করেছে।

এখানে উল্লেখ্য, বরাক উপত্যকায় ড্রাগসের রমরমা ব্যবসা ইদানিং আরও বেড়ে গিয়েছে।

Comments are closed.