Also read in

একটি ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য জমি দান করলেন 'মিড-ডে মিল' কর্মী শিবানী দাস

ভালো কাজ করার জন্য উঁচু মনের প্রয়োজন হয়। উঁচুদরের মন থাকলে ক্ষমতা সীমিত হলেও তার মধ্যেও মহৎ কাজ করা সম্ভব। এটাই প্রমাণ করলেন শিবানী দাস। যিনি স্কুলের মিড-ডে মিলের রাঁধুনির কাজ করেন। শিবানী দাস একটি অআবাসিক বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য তার জমি দান করেন। জানা যায়, তিনি শিলচরের ওয়ার্ড নাম্বার ২৬ এর আশ্রম রোডের রাধা গোবিন্দ লেনে বাস করেন।

এখানেই শেষ নয়, যদি জমি দান যথেষ্ট না হয় তাহলে মিড-ডে মিলের জন্য রান্নার পরিবর্তে তার প্রাপ্যটুকুও তিনি ছাত্র-ছাত্রীদের মঙ্গলের জন্য দান করতে ইচ্ছুক।

কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুকে প্রকাশিত একটি পোস্ট থেকে এই ইতিবাচক ঘটনার খবর পাওয়া গেল। স্বভাবতই বঞ্চিত শিশুদের কল্যাণের জন্য তার এই অবদান জনগণের প্রশংসা কুড়িয়েছে। যখন ব্যস্ততম এই পৃথিবীর মানুষ নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করতে নারাজ, যখন নিজেদের জীবন তৈরিতে ব্যস্ত বেশিরভাগ মানুষেরই অন্যদের নিয়ে ভাবারও সময় নেই, তখন শিবানী দাসের এই নিঃস্বার্থ কাজ আশার আলো স্বরূপ।

তার এই অবদান নিঃসন্দেহে একটি উন্নততর বিশ্ব গড়ে তোলার জন্য একটি বিশেষ পদক্ষেপ। এ ধরনের মনোভাব আমাদের প্রত্যেকের মধ্যে গড়ে ওঠা খুবই জরুরি। তাহলেই এ পৃথিবী সবার জন্য বাসযোগ্য হয়ে উঠবে।

Comments are closed.