
শিলচর শহরে ১২ দিন ধরে সন্ধানহীন দুই শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
বিগত ৯ জুন থেকে নিখোঁজ সৌরভ দাস (১১) এবং সুপ্রিয়া দাস(৬) নামের দুই ফুটফুটে শিশু। এই শিলচর শহরের তপোবন নগর এলাকার শিববাড়ি লেনের বাসিন্দা এরা, পিতা হচ্ছেন সুরধন দাস এবং মাতা সোমবালা দাস।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবালার স্বামী সুরধন দাস পেশায় সবজি ব্যবসায়ী। সুরধনের বক্তব্য অনুযায়ী, গত ৯ জুন সকালে তিনি ব্যবসার সূত্রে বাড়ি থেকে বের হন, ফেরেন রাত দশটা নাগাদ। ঘরে ফেরে অনেক খোঁজাখুঁজির পরও পত্নী ও সন্তানদের না পেয়ে ১২ জুন সকালে পুলিশের কাছে মিসিং রিপোর্ট করেন। ঐদিন গভীর রাতে পুলিশ সোমবালাকে বাড়ি নিয়ে আসে, সোমবালা তখন কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। কিন্তু তার সাথে তার ছেলে বা মেয়েকে পায়নি পুলিশ। পুলিশ জানায়, সোমবালাকে পাওয়া গেছে সৎসঙ্গ আশ্রম রোডে গোবিন্দ বাড়ির গেইটে পড়ে থাকা অবস্থায়, তিনি নিজেই পুলিশকে পথ দেখিয়ে বাড়ি নিয়ে আসেন। তার দুই সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উল্টোপাল্টা কথা বলতে থাকেন।
পত্নীকে ফিরে পেলেও দুই শিশু সন্তানকে না পেয়ে সুরধন ১৭ জুন আবার আরেক এজাহার দায়ের করেন। সুরধন সন্দেহ করেন সোমবালা তার দুই সন্তানকে বিক্রি করে দিয়েছেন, এজাহারে ও এই কথা উল্লেখ করেন তিনি। পুলিশ এই এজাহারের ভিত্তিতে সোমবালাকে গ্রেফতার ও করে। কিন্তু, ইতিমধ্যে ১২ দিন অতিক্রান্ত হওয়ার পরও দুই শিশু সন্তানকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ চন্দন বরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সোমবালার কাছ থেকে কোনো তথ্যই আদায় করা যাচ্ছে না, তিনি উল্টোপাল্টা কথা বলছেন।
এই ঘটনায় তপোবন নগর এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীরা ৬ দিন সময় বেঁধে দিয়েছেন, এর মধ্যে বাচ্চা দুটোকে উদ্ধার করতে না পারলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তারা।
Comments are closed.