Also read in

রোজকান্দি বাগান ম্যানেজারের অপসারণের দাবিতে কৃষক মুক্তির ডিসি অফিস ঘেরাও

রোজকান্দি চা-বাগানের ম্যানেজার আইবি উবাদিয়ার অপসারণের দাবিতে কাছাড়ের ডিসি অফিস ঘেরাও করল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কাছাড় ও হাইলাকান্দি শাখা।

 

বৃষ্টি উপেক্ষা করে জেলা গ্রন্থাগারের সামনে থেকে বিশাল মিছিল করে জেলা উপায়ুক্তের দপ্তরের সামনে জমায়েত হন কয়েক হাজার শ্রমিক। বিশাল জমায়েতে অবরোধ সৃষ্টি হয় অফিস পাড়া জুড়ে।  ধর্না-সত্যাগ্রহ কর্মসূচি চলে দীর্ঘক্ষণ ধরে। প্রশাসনের সঙ্গে বৈঠকেও বসেন আন্দোলনকারী নেতারা।

সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, দুপুর ২টা থেকে লাগাতার কয়েক ঘন্টা লেবার কমিশনার, ডিডিসি ও বাগানের মালিকের সঙ্গে শ্রমিক সহ কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির প্রতিনিধিদের রূদ্ধদ্বার বৈঠকের পরও কোনো সমাধানসূত্র বের না হওয়ায় রোজকান্দি বাগানের গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত আপাতত বাগান ম্যানেজার আই বি উবাদিয়াকে বাগানের দায়িত্ব থেকে সরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ম্যানেজার পদ থেকে ঈশ্বর ভাই উবাদিয়ার অপসারণের দাবিকে সামনে রেখে ক’দিন ধরে নাগাড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা।

Comments are closed.

error: Content is protected !!