Also read in

আতঙ্কের আবহে এনআরসি'র অতিরিক্ত তালিকা প্রকাশিত হচ্ছে আজ

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার, ২৬শে জুন প্রকাশিত হচ্ছে এনআরসির অতিরিক্ত তালিকা। এ নিয়ে বিরাজ করছে চাপা আতঙ্ক সমগ্র রাজ্যজুড়ে।

গত ৩০ জুলাই ২০১৮ তে প্রকাশিত সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্ত হলেও এনআরসি কর্তৃপক্ষের মতে যারা এক্ষেত্রে ‘অযোগ্য’ হিসেবে বিবেচিত হয়েছেন তাদের নাম অতিরিক্ত তালিকায় থাকবে বলে জানানো হয়। উল্লেখ্য, খসড়া তালিকা প্রকাশিত হওয়ার এক বছর পর খসড়ায় অন্তর্ভুক্ত কিছু ব্যক্তির নাম ‘অযোগ্য’ হিসেবে বিবেচিত হয়ে আবার বাদ পড়ছে। খসড়া ছুটদের এই তালিকায় যোগ হবে তাদের নামও। এখানে উল্লেখ করা যেতে পারে, চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর প্রায় দুই লক্ষ মানুষের বিরুদ্ধে আপত্তি জমা পড়েছিল।

যাদের নাম এনআরসি থেকে বাদ পড়েছে তাদের নির্দিষ্ট ঠিকানায় এ বিষয়ে চিঠি যাবে বলে জানানো হয়েছিল। যাদের নাম এই খসড়া তালিকা থেকে বাদ পড়বে তাঁদেরকে আবার আগামী ১১ জুলাই, ২০১৯ এর মধ্যে দাবি ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

সবাই নিজেদের এলাকার এনআরসি সেন্টারে অতিরিক্ত খসড়া তালিকা দেখতে পারবেন। সেবা কেন্দ্র ছাড়া সার্কেল অফিস ও জেলা শাসকের কার্যালয়েও তালিকা দেখতে পাওয়া যাবে। অন্যথায় অনলাইনেও দেখতে পাওয়া যাবে খসড়া থেকে নাম বাদ পড়েছে কিনা। এজন্য www.nrcassam.nic.in এ গিয়ে Complete Draft NRC Viewing Link এ ক্লিক করে এ বিষয়ে জানতে পারবেন। বাদ পড়া ব্যক্তিদের ক্ষেত্রে “Excluded in Additional list ” বলে লেখা থাকবে। উল্লেখ্য, এই অতিরিক্ত তালিকায় শুধুমাত্র অযোগ্য বিবেচিত ব্যক্তিদের নামই থাকবে।

এখানে আরও উল্লেখ করা যেতে পারে, ডি ভোটার ডিটেনশন ক্যাম্পে থাকা ব্যক্তিদের নাম এবং তাদের পরিবারের সদস্যদের নামও এই বাদ পড়া তালিকায় থাকবে। তাদের অবশ্যই আবার আবেদন করতে হবে।

Comments are closed.