সদরঘাটে বরাকের উপর নতুন সেতু আপাতত বন্ধ
কয়েক মাস আগে উদ্বোধন হওয়া সদরঘাটে বরাকের উপর নতুন সেতু মেরামতির জন্য বন্ধ করতে হল। বিজেপি শাসিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বরাক উপত্যকায় উদ্বোধন হওয়া প্রকল্প গুলির অন্যতম বড় প্রকল্প ছিল এই সদরঘাট সেতু। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গত ২ মার্চ এই সেতুর উদ্বোধন করেছিলেন। কিন্তু আজ সকাল থেকে ব্রিজের সামনে ‘নো এন্ট্রি’ ব্যারিকেড বসিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে পুরনো সেতু দিয়ে আসা-যাওয়া দুটোই চলছে এবং যানজটের সৃষ্টি হয়েছে।
ওখানে কর্তব্যরত এক কর্মীকে জিজ্ঞাসা করলে আমাদের প্রতিনিধিকে তিনি জানান, ‘সেতুটির শেষের দিকের কাজ খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, তার জন্য ‘ফিনিশিং’ কাজে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অভিযন্তা জানালেন, ‘বিটুমিনের প্রলেপটা ঠিক মত দেওয়া যায়নি, তার জন্যই এই কাটাছেঁড়া’।
সমস্যা সমাধানে ব্রিজের প্রবেশপথের জায়গাটা খুঁড়ে নতুন করে ভরাট করে বিটুমিনের প্রলেপ দেওয়া হচ্ছে, এই কাজ শেষ করতে কয়েক দিন লাগবে। যতদিন পর্যন্ত না এটা ঠিক হচ্ছে ততদিন পুরনো সেতু দিয়েই আসা যাওয়া চলবে।
Comments are closed.