Also read in

ড্রাগসের রমরমা : কাছাড় পুলিশের জালে আটক নেশাদ্রব্যের বারোটি কৌটা সহ এক ব্যক্তি

শিলচরে ড্রাগস তথা নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। অল্প বয়সের যুবকরা ড্রাগস তথা নেশা জাতীয় দ্রব্য ব্যবহারকে জীবনযাত্রার অংশ করে নিয়েছে। বলা যায়, এ ধরনের জীবনযাত্রায় তারা অভ্যস্ত হয়ে উঠছে। সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে, এ ধরনের অবৈধ ড্রাগস এখন বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে। কাছাড় পুলিশ আজ ড্রাগসের বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা হলেও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

জানা যায়, শিলচর সদর থানার এএসআই অনন্ত কুমার সিংহ আজ হঠাৎ করে একটি তরুণ ছেলেকে সন্দেহজনকভাবে আচরণ করতে লক্ষ্য করেন। সন্দেহের বশে তিনি তার পিছু ধাওয়া করেন। পরে তিনি লক্ষ্য করেন যে ছেলেটি কয়েকটি ছোট ছোট পাত্র বহন করছে, যা কিনা দেখতে ঠিক প্যাক করা হোমিওপ্যাথি মেডিসিনের মত। সিংহ ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে তার ধারনা সত্য প্রমাণিত হয়। ছেলেটি ওই পাত্র গুলোতে অবৈধ নেশা জাতীয় বস্তু (ড্রাগস) বহন করছিল।

আটককৃত ছেলেটিকে শিলচর ন্যাশনাল হাইওয়ের পাশে চেংকুরি রোডের অধিবাসী দিলীপ কুমারের ছেলে দিপাল রাজকুমার বলে চিহ্নিত করা হয়েছে। ছেলেটি তার সঙ্গে এ ধরনের বারোটি পাত্র বহন করছিল এবং সম্ভবত সে নগদ অর্থের বিনিময়ে এই ড্রাগস গুলো বিক্রির ধান্দায় গ্রাহকের অপেক্ষায় ছিল। জানা গেছে, দীপাল রাজকুমার এখন শিলচর সদর থানায় রয়েছে এবং কর্মকর্তারা তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।

Comments are closed.

error: Content is protected !!