
হাইলাকান্দিতে 'মুন্নাভাই' বিশ্বজিৎ দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য শহর জুড়ে
হাইলাকান্দিতে আজ গ্রেফতার হলো ‘মুন্নাভাই’ বিশ্বজিৎ দেবনাথ। সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালের কাছে এক মেডিকেল স্টোর থেকে এই ‘জাল ডাক্তারকে’ গ্রেফতার করল পুলিশ।
হাইলাকান্দি পুলিশ আজ সহকারী পুলিশ কমিশনার মংভে ইংতিকে সঙ্গে নিয়ে এক অভিযানে সিভিল হাসপাতালের কাছে প্রিয়বালা মেডিকেল স্টোর থেকে গ্রেফতার করে বিশ্বজিৎ দেবনাথ নামের এই জাল ডাক্তারকে। তার কাছ থেকে এস কে রায় সিভিল হাসপাতালের প্রেসক্রিপশনের নকল প্যাড, সীলমোহর প্রভৃতি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রাথমিক এজাহার দাখিল করা হয়েছে। এদিকে যেখানে বসে সে এই বেআইনী কার্যকলাপ চালাত সেই প্রিয়বালা মেডিকেল স্টোরের বিরুদ্ধে ও প্রাথমিক এজাহার দাখিল করা হয়েছে।
এই নকল ডাক্তার গ্রেফতার হওয়ার সংবাদে সমগ্র হাইলাকান্দিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.