Also read in

তারাপুরে আজ জোরদার উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন

শিলচর শহরের অন্যতম ব্যস্ততম এলাকা তারাপুরে আজ জোরদার উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন। কয়েকদিন আগে শুরু হওয়া এই পর্বের উচ্ছেদে আজকের অভিযানকে সবচেয়ে জোরদার বলা যায়। তারাপুর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে শুরু করে রেলস্টেশনের সামনা হয়ে ওভার ব্রিজের পাশের অস্থায়ী বাজার পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। ম্যাজিস্ট্রেট দীপময় ঠাকুরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স এই অভিযান চালায়। অভিযানে সরকারি ভূমি দখলকৃত সব অবৈধ দোকানঘর বুলডোজার বিয়ে ভেঙ্গে ফেলা হয়।

টাস্কফোর্সের মুখপাত্র বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সব বিক্রেতা,দোকানের মালিক ও অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে এই উচ্ছেদ সম্পর্কে নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল। কর্মকর্তা এও জানান যে, শিলচরের জনগণের কাছ থেকে তারা এ বিষয়ে কোন অপ্রত্যাশিত ঘটনা বা প্রতিরোধের মুখোমুখি হননি। সরকারি মুখপাত্র আরো বলেন, “শিলচরের জনগণও চান যে এই উচ্ছেদ অভিযান চলুক। তাই পুরো ব্যাপারটাতে তারাও সহযোগিতা করছেন।”

তার কাছ থেকে জানা গেল যে কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন। জেলা প্রশাসন শিলচর পৌরসভা, পূর্ত বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ গুলোর সদস্যরা এই টাস্কফোর্সের অন্তর্ভুক্ত রয়েছেন বলে জানা যায়।

“প্রতিদিনই আমরা তারাপুরে ট্রাফিক জ্যাম দেখি। একদিকে রাস্তাগুলো এখানে সংকীর্ণ তার উপর অবৈধ দখলদারি। অন্য দিকে এই গুরুত্বপূর্ণ এলাকায় রেলওয়ে স্টেশন রয়েছে।এই অবস্থায় অস্বাভাবিক ট্রাফিক জ্যাম হয়। অর্ধেক বাজারতো রাস্তার উপরে উঠে এসেছে, সঙ্গে রয়েছে অন্যান্য ছোট ছোট দোকান। তাই স্থানীয় জনগণের উপকারের জন্য রাস্তা দখলমুক্ত করা খুবই জরুরি। আমরা পুরো শহর জুড়েই এই অভিযান চালাবো”, তিনি যোগ করেন।

তারাপুরের স্থানীয় জনগণ এবং ভেঙ্গে দেওয়া দোকান গুলোর মালিকরাও বরাক বুলেটিনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তাদের বক্তব্য হলো, জেলা প্রশাসন অবৈধ দোকান গুলো অবশ্যই ভাঙতে পারেন। কিন্তু শুধু তারাপুরের দোকানগুলো কেন ভাঙ্গা হচ্ছে, যখন শহরের অন্যান্য এলাকায়ও অবৈধ দোকান গজিয়ে উঠেছে। “আমরা উচ্ছেদ অভিযানকে সমর্থন করি এবং এ ব্যাপারে অবশ্যই সহযোগিতাও করব। আমরা শুধু জানতে চাই, শহরের বিশেষ কিছু এলাকায় কেন প্রশাসন হাত দিচ্ছে না”, উল্লেখ করলেন এক স্থানীয় বাসিন্দা।

Comments are closed.