Also read in

অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শিলচরে বুধবার নাগরিক সভা

শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার হলে আগামী ১০ জুলাই, বুধবার পাঁচটার সময় এক নাগরিক সভার আহ্বান জানানো হয়েছে। ফোরাম ফর সোশ্যাল হারমনি ও কোরাস’র ব্যবস্থাপনায় এই নাগরিক সভার আয়োজন করা হয়েছে। এই নাগরিক সভা আহ্বান করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা সংস্থার জয়দীপ ভট্টাচার্য, রূপক চক্রবর্তী, অপিনিয়ন মোভারস’র দীপক সেনগুপ্ত, উজ্জ্বল পান্ডুলিপি’র তমোজিৎ সাহা, কোরাস’র নীলু দাসকে, প্রদীপ নাথ, মার্চ ফর সাইন্স’র হিল্লোল ভট্টাচার্য্য, ইয়াসি’র সঞ্জীব রায়, ফোরাম ফর সোশ্যাল হারমনি’র অরিন্দম দেব, ফারুক লস্কর, গণতান্ত্রিক লেখক সংস্থার স্নিগ্ধা নাথ, হিউম্যান সাইন্স ফোরাম’র বিবেক আচার্য, ডঃ তপোধীর ভট্টাচার্য্য, চিত্রভানু ভৌমিক, বিশ্বজিৎ চক্রবর্তী, এসইউসিআই (কমিউনিস্ট)র সুব্রত কুমার নাথ, সিপিআই (এম এল)লিবারেশন’র হায়দর হোসেন চৌধুরী, সি পি আই’র রফিক আহমেদ, পিসিসি, সিপিআই (এম-এল)’র মানস দাস প্রমুখ এই সভার আহবান করেছেন।

শহরের সাম্প্রদায়িক অসামাজিক আক্রমণের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং নাগরিকদের ন্যায্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য শিলচরের জনসাধারণের প্রতি তারা আহ্বান জানিয়েছেন।আবেদন পত্রে সঙ্গে উল্লেখ করা হয়, কাছাড় কাগজ কলের সমস্যা, পানীয় জলের সংকট, উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের ব্যাপক অংশে জল জমা হওয়ার সমস্যা, বেকার সমস্যা, এনআরসি প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে যখন জনগণের ঐক্যবদ্ধ হওয়ার কথা তখন শিলচর শহরে একের পর এক অসামাজিক ঘটনা ঘটে চলেছে। গত ২৭ জুন শহরের কেন্দ্রস্থল সেন্ট্রাল রোডে ঘটে যাওয়া কয়েকজন মুসলিম বৃদ্ধের সঙ্গে অসামাজিক আচরণ করার ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, একের পর এক এ ধরনের ঘটনা একদিকে ঐক্যকে ভেঙ্গে দিয়ে সাংস্কৃতিক সত্তাকে দুর্বল করে তুলছে, অন্যদিকে শিলচর শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। এই অবস্থায় শহরের সচেতন নাগরিকরা দুষ্কৃতীদের প্রতিহত করতে এবং এদের বিরুদ্ধে সমবেত প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে নাগরিক সভার আহবান জানিয়েছেন। সভায় সবার উপস্থিতি কামনা করা হয়েছে।

Comments are closed.