Also read in

মাথায় গুলি চালিয়ে হাইলাকান্দিতে সিআরপিএফ জওয়ানের আত্মহত্যা , চাঞ্চল্য

রাতের অন্ধকারে নিজস্ব সার্ভিস একে ৪৭ বন্দুক দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে লালার রাজ্যেশ্বরপুরের ১৮৬ , ডি, সিআরপিএফ ক্যাম্পে।

নিহত জওয়ানের নাম মংগলা টিপেশ্বামী। ২৪ বৎসর বয়সের এই তরুণ জওয়ানের বাড়ি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর থানাধীন মরমপল্লি এলাকায়।

জানা গেছে, বুধবার রাতে সেন্ট্রি ডিউটিতে ছিলেন আত্মঘাতী জওয়ান মঙ্গলা টিপেস্বামী। কর্তব্যরত অবস্থায় রাত একটা নাগাদ নিজের সার্ভিস গান একে ৪৭ নিজের মাথায় লাগিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। রাউন্ড পেট্রলিং টিমের জওয়ানরা ক্যাম্পে ফিরে মঙ্গলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লালা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। যদিও পুলিশ পৌছার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় ।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে প্রেরন করে। তবে, বুলেট জখম থাকায় বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

Comments are closed.