Also read in

ধসের ফলে পাহাড় লাইনে ট্রেন চলাচল ব্যাহত, বাতিল অনেকগুলো ট্রেন

পাহাড় লাইনে বিশাল ভূমিধসের ফলে শুক্রবার সকালে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জাটিঙ্গা রামপুর স্টেশন এবং নিউ হারাঙাজাও স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে ধস নেমেছে বলে জানা যায়। এই ধস নামার ফলে এই অঞ্চলে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এর ফলে এনএফ রেলওয়ে বেশ কিছু ট্রেন বাতিল করেছে

সূত্র অনুসারে ১৩১৭৬ শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে।

৫৫৬১৬ শিলচর গুয়াহাটি যাত্রীবাহী ট্রেন চন্দ্রনাথপুর স্টেশনে আটকে দেওয়া হয়েছে এবং চন্দ্রনাথ পুর ও গুয়াহাটির মধ্যের ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়।

৫৫৬১৫ গুয়াহাটি থেকে শিলচর গামী যাত্রীবাহী ট্রেনটি নিউ হাফলং স্টেশনে আটকে দেওয়া হয়েছে। হাফলং ও শিলচরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

১৩১৭৩ শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং এ আটকে দেওয়া হয় এবং লামডিং ও আগরতলার মধ্যে ট্রেন চলাচল বাতিল করা হয়।

১২ জুলাই এ নির্ধারিত ১৫৬১২ শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

১৩ জুলাই তারিখে নির্ধারিত ১৫৬১১ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১২ জুলাই এ নির্ধারিত ৫৫৬১৫ গুয়াহাটি থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।

১৩ জুলাই নির্ধারিত ৫৫৬১৬ শিলচর গুয়াহাটি যাত্রীবাহী ট্রেনও বাতিল করা হয়েছে।

আরো কিছু ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে

০১৬৬৫ হাবিবগঞ্জ আগরতলা ট্রেনটি গুয়াহাটিতে আটকে দেওয়া হবে এবং গুয়াহাটি ও আগরতলার মধ্যে ট্রেন চলাচল বাতিল থাকবে।

১২৫০৭ ত্রিবান্দ্রম শিলচর এক্সপ্রেস লামডিংয়ে আটকে দেওয়া হবে এবং লামডিং ও শিলচরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, ব্লক পরিষ্কার করতে সময় লাগবে।

Comments are closed.

error: Content is protected !!