বরাকের তীব্র স্রোতে ভেসে গেলেন শিলচর পৌরসভার কর্মী হবি দাস
আজ সাত সকালে এক দুঃখজনক ঘটনা সংঘটিত হলো শিলচর সদরঘাটের কাছে বিসর্জন ঘাটে, টইটুম্বুর বরাক নদীতে ভেসে গেলেন শিলচর পৌরসভার এক কর্মী।
শিলচর পৌরসভার নৈশপ্রহরী হবি দাস প্রতিদিনের মত আজও বিসর্জনঘাটে বরাক নদীতে হাত মুখ ধোয়ার জন্য গেলে নদীর প্রচন্ড স্রোতে ভেসে যান। ঘটনাটি ঘটে আজ সকাল সাতটা নাগাদ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫১ বৎসর বয়স্ক হবি দাস শিলচর পৌরসভায় নৈশ প্রহরীর কাজ করতেন। তিনি শারীরিকভাবে বিকলাঙ্গ ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনার খবর পেয়ে পৌর সভার সভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, সহ সভানেত্রী, পৌর সদস্য রাজেশ কুমার দাস, অমৃত মন্ডল, বিশিষ্ট সমাজসেবী বাসুদেব শর্মা, শ্যামল দেব সহ অগণিত মানুষ বিসর্জন ঘটে ছুটে যান।
সাথে সাথে এসডিআরএফ’কে খবর দেওয়া হয়। এসডিআরএফ বাহিনী এক ঘণ্টার মধ্যে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত হবি দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনায় পৌরসভা কর্মী তথা সাধারণ জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Comments are closed.