বরাক উপত্যকা থেকে এক রোহিঙ্গা গ্রেফতার, সঙ্গে রয়েছে ভোটার আইডি, প্যান কার্ড, পাসবুক
আসাম পুলিশ করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাগাডোহর গ্রামে আলম হোসেন মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ৩৬ বছর বয়সী আলম হোসেন মজুমদার করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আলম হোসেন স্বীকার করেন যে তার জন্ম মায়ানমারে এবং পাসপোর্ট ছাড়াই তিনি ভারতে প্রবেশ করেন। ভারতে প্রবেশ করার পর কিছুদিন তিনি ডিমা হাসাওয়ের হাফলংয়ে বাস করেন। পরে তিনি করিমগঞ্জে চলে আসেন এবং রাসিনা বেগমকে বিয়ে করে এখানে বসবাস করতে শুরু করেন। জানা যায়, তিনি বর্তমানে দুই সন্তানের পিতা। খবরে প্রকাশ, তিনি তার শশুরের সঙ্গে বসবাস করছিলেন কারণ তার নিজস্ব কোনও সম্পত্তি ছিল না। আলম হোসেন মজুমদার খুব ভালো সিলেটি বলতে পারেন এবং ভোটার আইডি, প্যান কার্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসবুক এবং অন্যান্য অনেক সরকারি নথিপত্রও তার কাছে রয়েছে।
আলী হোসেন মজুমদারের শ্বশুর বাড়িতে অতর্কিতে হানা দিয়ে আসাম পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে হাজির করা হয় এবং বিচারক তাকে পুলিশ রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেন। ” আমি যাই করেছি, সেটা আমার জীবন বাঁচাতে করেছি। আমার কাছে পাসপোর্ট নেই, কিন্তু আমি নিজের জীবন যাপনের উদ্দেশ্যে অনেকগুলো দেশে ভ্রমণ করেছি। আমি ভারতে গত ১২ বছর ধরে বাস করছি। আমার শ্বশুর আমাকে যাবতীয় প্রয়োজনীয় সরকারি কাগজপত্র পাইয়ে দিয়েছেন এবং সম্প্রতি হয়ে যাওয়া সাধারণ নির্বাচনে আমি ভোটও দিয়েছি”, জানালেন আলম হোসেন মজুমদার।
এখানে উল্লেখ করা যেতে পারে, আসাম পুলিশ কর্তৃক বরাক উপত্যকা থেকে রোহিঙ্গাদের গ্রেফতারের ঘটনা প্রথমবারের মতো নয়। বিভিন্ন সময় শিলচর, হাইলাকান্দি সহ বরাক উপত্যকার অন্যান্য অঞ্চল থেকেও রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়েছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বেশিরভাগ ঘটনায় অবৈধভাবে অনুপ্রবেশকারী এসব রোহিঙ্গাদের কাছে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসপোর্ট ইত্যাদি নথিপত্র রয়েছে। দেশের নাগরিকদের জন্য সংরক্ষিত অধিকারগুলোও তারা ব্যবহার করে থাকেন। ভারতে তাদের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে কাগজপত্র যাচাই করার ক্ষেত্রে কতটা গাফিলতি করা হচ্ছে তারই পরিচয় পাওয়া যাচ্ছে। এই অবস্থায় সীমান্তে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, তা বলা বাহুল্য।
Here is an interaction with 36-year-old Alam Hussain Mazumdar:
Comments are closed.