সিভিল হাসপাতালের নামকরণ হোক ফেঁচাই মিয়া সিভিল হাসপাতাল বা শিলচর সিভিল হাসপাতাল: আমিনুল হক লস্কর
পরিবর্তনশীল জগতে আমরা শহর থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, অনেক কিছুরই নাম পরিবর্তন হতে দেখেছি। এবারে শিলচরের সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের নাম পরিবর্তনের অনুরোধ উত্থাপিত হলো। অনুরোধ করেছেন সোনাই নির্বাচন চক্রের বিধায়ক আমিনুল হক লস্কর। আজ বিধানসভায় বিধায়ক লস্কর সতীন্দ্র মোহন দেব হাসপাতালের নাম পরিবর্তন করার অনুরোধ রাখেন।
তিনি বলেন, হাসপাতাল রোডে যে জমির উপর সিভিল হাসপাতালটি গড়ে উঠেছিল সেই জমি দান করেছিলেন ফেঁচাই মিয়া নামের এক দয়াবান ব্যক্তি। তিনি আরও উল্লেখ করেন,” শিলচরে যে একটি সিভিল হাসপাতাল রয়েছে সেই সিভিল হাসপাতালের জমিটি দান করেছিলেন যদিও ফেঁচাই মিয়া, অথচ শিলচরের একজন নেতা যিনি সাংসদ তথা মন্ত্রী হয়েছিলেন ত্রিপুরা থেকে তিনি হাসপাতালের নাম পরিবর্তন করে তা তার বাবা সতীন্দ্র মোহনের নামে করেছিলেন। এই অবস্থায় বরাক উপত্যকার জনগণের সঙ্গে আমারও অভিমত যে হাসপাতালের নামটি পরিবর্তন করা উচিত। আমার দাবি অনুযায়ী পরিবর্তিত নাম হওয়া উচিত শিলচর সিভিল হাসপাতাল অথবা ফেঁচাই মিয়া সিভিল হাসপাতাল “, বললেন বিধায়ক।
তিনি এমনকি জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামের নাম নিয়েও প্রশ্ন তোলেন। উল্লেখ্য, ডিএসএ গ্রাউন্ডটিকে বলা হয় সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়াম। আর এখানেই তিনি তার আপত্তি প্রকাশ করেন। তবে এক্ষেত্রে স্পিকার বিধায়ক আমিনুল হক লস্করকে বাধা দিয়ে তাকে রাজ্য সরকারকে এ ব্যাপারে একটা চিঠি লেখার জন্য বলেন।
এই অবস্থায় এসএম দেব সিভিল হাসপাতালের নাম পরিবর্তিত হয়ে ফেঁচাই মিয়া সিভিল হাসপাতাল বা শিলচর সিভিল হাসপাতাল হিসেবে নামকরণ করা হবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়।আর সময়ই এর উত্তর দেবে। যদিও বলা যায়, বিধায়ক লস্করের এই দাবিকে কেন্দ্র করে অনেকেরই অভিমত থাকবে।
এখানে উল্লেখ্য, আজ বরাক উপত্যকার বিকাশ নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করে লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, যেহেতু বর্তমানে শিলচর- লামডিং ব্রডগেজকে ডাবল লাইনে রূপান্তরিত করা সম্ভব নয়, তাই চন্দ্রনাথপুর-লঙ্কা হয়ে বিকল্প রেল লাইন নির্মাণ নিয়ে সরকারের অবিলম্বে চিন্তা ভাবনা করা উচিত।
বড়খলার বিধায়ক কিশোর নাথ বলেন, বরাক নদীর উপর নতুন সেতু নির্মিত হলে দুধপাতিলের সঙ্গে শিলচরের যোগাযোগ সৃষ্টি হবে এবং শহর শিলচর ওই অঞ্চলের দিকে প্রসারিত হবে।
কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন অবিলম্বে শিলচরের প্রেমতলা থেকে মেডিক্যাল পয়েন্ট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকায় সমানভাবে উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
Comments are closed.