চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ, কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী গ্রেফতার
চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে শহরের অম্বিকাপট্টি অঞ্চল থেকে এক মহিলাকে গ্রেফতার করল সদর থানা পুলিশ। ৬৪ বর্ষীয়া কৃষি বিভাগের প্রাক্তন কর্মী এই মহিলার নাম পূরবী দত্ত। পূরবী দত্তের বাড়ি অম্বিকাপট্টির ঘরবরণ লেনে।
সোনাই এলাকার এক যুবতীর অভিযোগের ভিত্তিতে তাকে আজ পুলিশ আটক করে সদর থানায় নিয়ে যায়। পূরবী দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল গত ১৭ জুন । যুবতীর অভিযোগ অনুযায়ী পূরবী দত্ত তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বছরখানেক আগে তার কাছ থেকে দু লক্ষ টাকা আদায় করেছিলেন। কিন্তু চাকরি দেওয়া তো দূরে থাক, টাকা ও বেমালুম হজম করে নেন, বাধ্য হয়ে যুবতী পুলিশের শরণাপন্ন হন। প্রতারিত যুবতীর এজাহারের ভিত্তিতে পুলিশ আজ তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
অবসরপ্রাপ্ত এক মহিলা কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।
Comments are closed.