
ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে মুখ্যমন্ত্রী সকাশে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ
শিলচর রেল স্টেশনের নাম পাল্টে ‘ভাষা শহীদ স্টেশন, শিলচর করার দাবি অনেক দিনের। এই নিয়ে অনেক দিন ধরেই সরব ভাষা শহীদ স্টেশন রূপায়ান কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। গতকাল বিকেলে আসাম বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ‘সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর’ এর পক্ষ থেকে ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ এর ‘বানান সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তি’ অবিলম্বে দেবার জন্য স্মারক লিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন রাজীব কর এবং ভোলা চক্রবর্তী। উপস্থিত ছিলেন বরখলার বিধায়ক শ্রী কিশোর নাথ এবং মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে।
আলোচনায় মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি তিনি ইতিবাচক ভাবেই মনে রেখেছেন এবং অবশ্যই তা রূপায়িত করবেন। ভোলা চক্রবর্তী বিষয়টি রাজ্য সরকারের পক্ষে বরাক উপত্যকার জন্য আসন্ন দুর্গাপূজার উপহার হবার অনুরোধ করলে মুখ্যমন্ত্রী স্মিত হেসে জানান, তিনি দেখছেন। বিধায়ক কিশোর নাথও জোরদার দাবি জানান।
উল্লেখ্য, করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং লক্ষীপুরের বিধায়ক বিধায়ক রাজদীপ গোয়ালা গত ২৭ জুন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে “ভাষা শহিদ স্টেশন, শিলচর” নামকরণ নিয়ে অবিলম্বে নির্দেশিকা জারী করার দাবী জানিয়েছিলেন।
Comments are closed.