Also read in

আল হাবিবি'র ভরসায় হজ যাত্রায় রওয়ানা হয়ে বিপাকে আসামের ৯০ যাত্রী, বরাকের ২৬

এক বেসরকারি সংস্থা, আল হাবিবি ট্যুর এন্ড ট্রাভেলসের মাধ্যমে আসামের ৯০ জন হজযাত্রী ১০ দিন থেকে কলকাতায় অপেক্ষারত, তাদের হজে যাওয়ার আশা ক্রমশই ক্ষীণ হয়ে যাচ্ছে। আসামের ৯০ জন হজযাত্রীর মধ্যে বরাক উপত্যকার রয়েছেন ২৬ জন। এই বেসরকারি সংস্থা হজযাত্রীদের ভিসার ব্যবস্থা না করে মিথ্যা আশ্বাস দিয়ে হজ যাত্রায় রওনা করিয়ে দিয়েছে বলে জানা গেছে। ট্রাভেলসের মালিক সবরেজ আলম অসমে তার মুখ্য এজেন্ট হিসাবে কাজে লাগিয়েছিলেন শিলচরের ইরশাদ রসূল বড়লস্করকে । এই ইরশাদ রসূলই বরাক উপত্যকার ২৬ জন যাত্রীকে হজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হজ যাত্রীদের কাছ থেকে তিন লক্ষ আশি হাজার টাকা করে নিয়েছিল বলে জানা গেছে। সেই হিসাবে ৯০ জন হজ যাত্রীর কাছ থেকে মোটামুটি প্রায় সাড়ে তিন কোটি টাকা নিয়েছে এই হাবিবি ট্যুর এন্ড ট্রাভেলস সংস্থা।

এই পরিস্থিতির সংবাদে কলকাতায় সশরীরে হাজির হয়েছেন সোনাইর বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি দিল্লি থেকে বিজেপির মুখপাত্র ইয়াসি জিলানীকে সৌদি এম্বেসিতে পাঠিয়েছেন ভিসা সংগ্রহের জন্য। যদি জিলানী ভিসা সংগ্রহ করতে সক্ষম হন, তাহলে এই হজ যাত্রীদের হজ করার আশা পুরণ হতে পারে তবে, এই মুহূর্তে সেই আশা খুবই ক্ষীণ।

আগামীকালের মধ্যে যদি এই হজযাত্রীদের ভিসার ব্যবস্থা না হয় তাহলে তাদেরকে ফিরে আসতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে ‌। সরকারী ব্যবস্থার সুবিধা না নিয়ে এই বেসরকারি সংস্থার ফাঁদে কি করে এরা পড়লেন সেটাই আশ্চর্যজনক ঘটনা।

Comments are closed.

error: Content is protected !!