প্রতীক্ষার অবসান, শিগগিরই ইন্ডিগো আসছে শিলচরে
প্রতীক্ষার অবসান, অবশেষে ইন্ডিগো বরাক উপত্যকায় আসছে। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় প্রাধান্য দিয়ে ‘বাজেট ক্যারিয়ার’ ইন্ডিগো এয়ারলাইনস শিলচরকে তাদের পরবর্তী গন্তব্য স্থল হিসেবে অন্তর্ভুক্ত করেছে, শিলচর হবে ইন্ডিগোর ৫৭তম গন্তব্য স্থল ।
আগামী ২০শে সেপ্টেম্বর থেকে ইন্ডিগো তাদের শিলচর-কলকাতা রুটে বিমান চলাচল শুরু করতে চলেছে। ওয়েব সাইটে ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গেছে, শিলচর- কলকাতা যাত্রায় একদিকের ভাড়া ৩৬৬৭.০০ ।
ফ্লাইট নাম্বার 6E 6558 দমদম বিমানবন্দর থেকে ছাড়বে সকাল ৭ টা ৩০ মিনিটে এবং কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছাবে ৮ টা ৪৫ মিনিটে। তিরিশ মিনিটের বিরতির পর এই ফ্লাইট আবার কলকাতা অভিমুখে রওয়ানা হবে সকাল ৯ টা ১৫ মিনিটে এবং পৌঁছাবে দশটা তিরিশ মিনিটে।
বর্তমানে ভারতবর্ষে ইন্ডিগো এয়ারলাইন্স সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করছে। ২০১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিক হিসাব অনুযায়ী ভারতবর্ষের ৪৯ শতাংশ অভ্যন্তরীণ যাত্রী ইন্ডিগো বিমানে সওয়ার হচ্ছেন । বর্তমানে স্পাইসজেটের একটি উড়ান শিলচর- গৌহাটি রুটে এবং দুটো শিলচর- কলকাতা রুটে চলাচল করছে। তাছাড়া, এয়ার ইন্ডিয়া শিলচর- কলকাতা রুটে পরিষেবা দিয়ে চলেছে
Comments are closed.