Also read in

পড়াতে গিয়ে ছাত্রীর বাবার হাতে শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে মামলা, পাল্টা মামলা

ছাত্রীর পিতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক গৃহ শিক্ষিকা। শিলচর শহরের শিবকলোনি এলাকায় বসবাসরত ২১ বর্ষীয়া গৃহ শিক্ষিকা মঙ্গলবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন প্রাথমিক এজাহার। ছাত্রীর বাবা হচ্ছেন আচার্য পদবীর- হাইলাকান্দি রোড, শিবাজি নগরের বাসিন্দা।

শিক্ষিকার অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাত্রীটির শিবাজি নগরের বাড়িতে পড়াতে যান। তখন তাকে একা পেয়ে ছাত্রীর বাবা তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলেন। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশের ঘরে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা আসেন; তবে সাহায্যর বদলে তারাও তাকে মারধর করেন।

অন্যদিকে ছাত্রীটির মাও গতকাল দায়ের করেছেন পাল্টা এজাহার। তার অভিযোগ, ভট্টাচার্য্য পদবীর ওই গৃহ শিক্ষিকা তার অষ্টম শ্রেণীতে পাঠরত মেয়েকে কয়েকদিন ধরে পড়াচ্ছেন। প্রথম থেকেই ওই শিক্ষিকা তাদের মেয়েকে মানসিক এবং শারীরিক নির্যাতন দিয়ে চলেছেন। মঙ্গলবার ঘটনা চরমে উঠে যখন শিক্ষিকা ছাত্রীকে প্রচণ্ড মারধর শুরু করেন। মেয়ের চিৎকারে সবাই ছুটে গেলে শিক্ষিকা তাঁকে রেহাই দেন।

দুই পক্ষের দুই ধরনের এজাহারের ভিত্তিতে দুটি মামলা নথিভুক্ত করেছে রাঙ্গিরখাড়ি পুলিশ এবং তদন্ত চলছে।

Comments are closed.