Also read in

হজে গিয়ে নিহত সোনাইর আজিজুর রহমান লস্কর, শেষকৃত্য আজ

অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছেও হজ পালন করা হলো না আজিজুর রহমান লস্করের। এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাছাড় জেলার সোনাই পূর্বাঞ্চলের হাতিখাল জিপির ভাউরিকান্দি দ্বিতীয় খন্ডের বাসিন্দা আজিজুর রহমান (৮০) ।

গত ৪ জুলাই অন্যান্য হজযাত্রীর সঙ্গে আজিজুর রহমান হজ পালনের উদ্দেশ্যে গোহাটি থেকে বিমানে মক্কায় গিয়ে পৌঁছান। গত শনিবার সঙ্গী হজযাত্রীরা কাবাগৃহে চলে গেলেও স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আজিজুর রহমান যাননি। বিকেলে এসে তার সফরসঙ্গীরা তাকে সৌদি সরকারের নির্ধারিত গৃহে না পেয়ে খোঁজখবর করে সরকারি হাসপাতাল আল নূর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় পান। দুর্ঘটনার বিস্তৃত বিবরণ সফরসঙ্গীরা জানতে পারেননি, তার মাথায় এবং ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। গত বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার সকালের দিকে সোনাই এলাকায় খবর ছড়িয়ে পড়ে এ দিন ফজরের নামাজ শেষে মক্কায় আজিজীয়াতে জানাজার নামাজ শেষে তাকে ধর্মীয় নিয়ম মতে দাফন করা হয়েছে। তবে রাতে পাওয়া খবরে জানা গেছে মৃত আজিজুর রহমানের মৃতদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের কাগজপত্র ঠিকঠাক করার পর খুব সম্ভবত আজ আজিজুর রহমানের শেষকৃত্য সম্পন্ন হবে।

আজিজুর রহমান লস্করের সুদূর সৌদি আরবের মক্কায় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর ঘটনায় গোটা সোনাই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.