Also read in

অবশেষে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন গৌতম রায়, যোগ দিচ্ছেন বিজেপিতে!

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ দল ছাড়লেন গৌতম রায়, কংগ্রেস থেকে পদত্যাগের কথা আজ স্বয়ং ঘোষণা করলেন বরাক উপত্যকা তথা হাইলাকান্দির একসময়ের প্রবল প্রতাপান্বিত নেতা গৌতম রায়। বিজেপি সভাপতি রঞ্জিত দাসের সাথেও সাক্ষাত করেন তিনি।

পদত্যাগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৌতম রায় জানান, ” আগে কংগ্রেস দলের পরিস্থিতি অন্যরকম ছিল, আমার বাবা ও সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন, এখন সেই পরিস্থিতি দলে নেই। কংগ্রেস দলের কোন নেতার প্রতি আমার কোন আক্রোশ নেই, তবে বিজেপি দল যে ভাবে কাজ করছে, বরাক উপত্যকার মানুষ হিসাবে আমি দেখছি কিভাবে পরিবর্তন ঘটে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে, তাতে বিজেপি দলের প্রতি আমার সমর্থন থাকবে।”

বিজেপি দলে আপনি কখন যোগদান করছেন, এই প্রশ্নের উত্তরে গৌতম রায় জানান, দুই একদিনের মধ্যেই জানতে পারবেন। বরাক উপত্যকায় এক সময় আপনাকে কিং মেকার’ উপাধি দেওয়া হয়েছিল, বিজেপি দলে এসে আপনার রাজনৈতিক জীবন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে রায় জানান, বিজেপি দলের সবার সাথে তার সুসম্পর্ক রয়েছে , কাটলীছড়াতে বিজেপি সমর্থকরা ৩০বছর ধরে তাকে নির্বাচিত করে এসেছিলেন। বিজেপি দলের থেকে নির্বাচনে দাঁড়াবেন কিনা এই প্রশ্নের উত্তরে গৌতম রায় জানান, “এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বীতা করার প্রশ্ন আসছে না, কারণ বিজেপি দলের নেতৃত্বের অভাব নেই।”

যাই হোক, আজকের এই ঘোষণায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। এখন বিজেপির কোন খুশির ঘটনায় আবির খেলতে তার কোনো বাধা রইল না; রইল না এই নিয়ে শোকজ নোটিশ পাওয়ার আশঙ্কাও।

Comments are closed.