Also read in

শহরে উচ্ছেদ অভিযান জারি, ন্যাশনাল হাইওয়েতে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ নির্মাণ

শহরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান যৌথভাবে চালিয়ে যাচ্ছে শিলচর পৌরসভা এবং পি ডব্লিউ ডি। ন্যাশানাল হাইওয়ে রাস্তায় সানলিট হসপিটালের আশে পাশে এক বড় ধরনের উচ্ছেদ অভিযান চলে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে নির্মিত বেশ কিছু বড় বড় দোকান ও। এই দোকান গুলোর বেশির ভাগই নালার উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

এখানে উল্লেখ্য, এই অবৈধ নির্মাণের ফলে নালা-নর্দমা বন্ধ হয়ে জমা জলের সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠেছিল। বর্ষার দিন গুলোতে ন্যাশনাল হাইওয়ে এলাকার নর্দমা বন্ধ হয়ে হাইলাকান্দি রোডেও জমা জলের মিনি বন্যা প্রতিনিয়ত হচ্ছিল।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পিডব্লিউডি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর বি চক্রবর্তী জানান প্রশাসনের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান চলছে। “জমা জলের সমস্যা নিয়ে আমরা ডিসি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করেছি। এই উচ্ছেদ অভিযানে তিন জন ম্যাজিস্ট্রেট নিযুক্ত আছেন । আগামী সপ্তাহ থেকে আমরা নর্দমার কাজ শুরু করব”।

বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে ২৬ নম্বর ওয়ার্ডের কমিশনার রাজেশ কুমার দাস জানান, “এই উচ্ছেদ অভিযান চলতে থাকবে, হাইকোর্টের আদেশ অনুযায়ী অবৈধভাবে দখলদারীর হটানো হবে। উচ্ছেদের ব্যাপারে প্রায় দুই মাস আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এখন তা কার্যকরী হচ্ছে।”

Comments are closed.