Also read in

আসাম বিশ্ববিদ্যালয়ে সাইবার অপরাধ ও আইন বিষয়ে বক্তব্য রাখেন সুবিমল ভট্টাচার্য্য

আসাম বিশ্ববিদ্যালয়ে আজ সাইবার অপরাধ ও সাইবার আইন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন খ্যাতনামা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য। তিনি সাইবার অপরাধের নতুন নতুন উদ্ভাবন এবং এর সমাধানের জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি সাইবার আইন বিষয়েও বক্তব্য রাখেন।সঙ্গে সাইবার প্রযুক্তি যে গতিতে পরিবর্তিত হচ্ছে সেই গতিতে নিয়মিতভাবে আইন পরিবর্তন করা যায় না বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

তিনি কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে এবং একাউন্ট থেকে টাকা চুরি করে লোকদের ফাঁকি দেওয়া হচ্ছে তার উদাহরণ তুলে ধরেন।তিনি প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট বক্তব্য রাখেন।বক্তৃতায় সাইবার সুরক্ষা বিষয়ক তার বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

এদিন প্রথমে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ নাথ ও রেজিস্টার সঞ্জীব ভট্টাচার্য্য সুবিমল ভট্টাচার্যকে স্বাগত জানান। বক্তব্য শুরু করার আগে সুবিমল ভট্টাচার্যকে সম্মান প্রদর্শন করেন উপাচার্য দিলীপ নাথ। এদিন শ্রোতা হিসেবে অধ্যাপক, অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রায় ২০০ জনেরও বেশি উপস্থিত ছিলেন।

Comments are closed.