সোনাই রোডে প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে হার ছিনতাই
ছিনতাইবাজরা দিনের আলোকে আর ভয় পাচ্ছে না, ধরা পড়ার ভয়কেও জয় করেছে তারা। পুলিশ এবং আইনকে ও পরোয়া করছে না তারা। গতকাল দুপুরে দুই ছিনতাইবাজ এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হলো।
শিলচর শহরে আকছার ঘটতে থাকা এরকম ছিনতাইয়ের ঘটনার আরো একটি সংখ্যা বৃদ্ধি ঘটলো গতকাল দুপুর আড়াইটে নাগাদ সোনাই রোডে ।
শরৎপল্লী এলাকার সোনালি দেব নামক মহিলার ভাষ্য অনুযায়ী, তিনি তার স্কুটি শোরুমে সার্ভিসিংয়ের জন্য দিয়ে ফেরার পথে ঘটনাটি সংঘটিত হয়। দুই দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে চলন্ত অবস্থায় তার গলা থেকে সোনার হার টেনে ছিঁড়ে নিয়ে যায়। তিনি রিকশা নিয়ে তাদের তাড়া করার চেষ্টা করেন, কিন্তু স্বাভাবিকভাবেই বিফল হন। “পালসার মোটরসাইকেলে ওরা সংখ্যায় দুজন ছিল এবং খুব সম্ভবত পেছনে বসা ব্যক্তি আমার গলা থেকে হার ছিনিয়ে নেয়। এতে গলায় প্রচন্ড ব্যাথা পাই এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি”, বলেন সোনালী।
সোনালী দেব সাথে সাথেই রাঙিরখাড়ি পুলিশ স্টেশনে প্রাথমিক এজাহার দাখিল করেন। পুলিশ দুষ্কৃতীদের হদিস বের করে তার সোনার চেইন ফিরিয়ে দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আপাতত ব্যাপারটা শিলচর শহরে অহরহ ঘটতে থাকা ছিনতাইয়ের অন্যতম সামান্য একটা ঘটনা মাত্র।
Comments are closed.