Also read in

সুতারকান্দি জমি কেলেঙ্কারি : অবশেষে আত্মসমর্পণ করলেন ডিডিসি নবারুণ ভট্টাচার্য

সুতারকান্দি জমি কেলেঙ্কারি মামলায় অবশেষে আত্মসমর্পণ করলেন করিমগঞ্জের প্রাক্তন এডিসি তথা কাছাড় জেলার ডিডিসি নবারুণ ভট্টাচার্য। সোমবার সন্ধ্যার পর এক মুখ দাড়ি গোঁফ নিয়ে করিমগঞ্জ সদর থানায় দিদির সাথে এসে আত্মসমর্পণ করেন তিনি। করিমগঞ্জে অতিরিক্ত জেলা শাসক থাকাকালীন স্থলবন্দরের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করেছিল রাজ্য সরকার।

নবারুণ একমাস ধরে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ালেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, আত্মসমর্পণের সময় তার বেশভূষা আচার-আচরণে তা প্রকট হয়ে পড়ে । তিনি এতদিন কোথায় ছিলেন সেটা এখনো রহস্য, তার দিদি আইনজীবী সুব্রতা ভট্টাচার্য বলেছেন, ভাই এতদিন কোথায় ছিল তা তাদেরও জানা নেই। গত একমাস ধরে পরিবারের কারো সাথে কোন যোগাযোগ ছিল না। একজন পরিচিত ব্যক্তি তাদেরকে ফোন করে জানিয়েছিলেন যে, নবারুণ অসুস্থ অবস্থায় গুয়াহাটিতে রয়েছে। তাই পরিবারের সদস্যরা গুয়াহাটি ছুটে গিয়ে রেল স্টেশন থেকে নবারুণকে উদ্ধার করে সোজা করিমগঞ্জ সদর থানায় নিয়ে আসেন।

আত্মসমর্পণের পর রাত দশটা নাগাদ নবারুণকে ডাক্তারি পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সোমবার তাকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, সুতারকান্দিতে আন্তর্জাতিক বন্দর নির্মাণের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। গত মাসে এই বন্দরের উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর; কিন্তু এর আগেই বন্দরের নামে বরাদ্দ প্রায় ৬ কোটি টাকার সিংহভাগ নয়-ছয় করেন আধিকারিকরা, এমনটাই অভিযোগ।সুতারকান্দি ল্যান্ডপোর্ট স্ক্যামে এ পর্যন্ত তৎকালীন আমিন, কানুনগো, সার্কেল অফিসার, জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসককে আইনের আওতায় নিয়ে আসা হলো।

Comments are closed.