ফ্লাইওভার: প্রতিবেদন তৈরি করতে বললেন মুখ্যমন্ত্রী
বিগত শিলচর পৌরসভার নির্বাচনী ইস্তাহারে অন্যতম চমক ছিল ফ্লাইওভার, এই নিয়ে অনেক হাসাহাসি ও করেছিলেন বিরোধীদল। পরবর্তীতে ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যে, এটা শুধু নির্বাচনে চমক নয়, সরকার শিলচরে সত্যি সত্যিই উড়ালপুল নির্মাণ করবে; সেই অনুযায়ী হয়েছিল সমীক্ষা ও; তবে ব্যাপারটা আর বেশিদূর এগোয়নি।
সামনেই পুরনির্বাচন, তাই এবার আবার নড়েচড়ে বসল শিলচর পৌরসভা। গতকাল দুপুরে সাংসদ ডাঃ রাজদীপ রায়ের নেতৃত্বে শিলচর পৌরসভার এক প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। ফ্লাইওভার, আমরুত প্রকল্প, সিআইডিএফ প্রকল্প এবং জল সরবরাহ প্রকল্প নিয়ে আলোচনা হয় মুখ্যমন্ত্রীর সাথে। বৈঠকে শহরের যানজট সমস্যা নিরসনে সদরঘাট থেকে রাঙিরখাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বিশেষ উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান প্রতিনিধিদল। অনুরোধ রক্ষা করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উড়ালপুল নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখে বিস্তৃত প্রতিবেদন প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে। শহরের পানীয় জলের সংকট মোচনেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। মুখ্যমন্ত্রী এই ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগকে। বৈঠক শেষে পুরপতি নীহারেন্দ্র নারায়ন ঠাকুর জানিয়েছেন যে, বৈঠক ফলপ্রসূ হয়েছে; শীঘ্রই এর ফলাফল দেখতে পাবে শহরবাসী।
বিজেপি দলীয় সূত্রে জানা গেছে, সিআইডিএফ এবং আমরুত প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর দূর্গাপূজার পর এই প্রকল্পের শিলান্যাস করতে স্বয়ং আসছেন; এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধিদলে ছিলেন পুরপতি নীহারেন্দ্র নারায়ন ঠাকুর, বিধায়ক দিলীপ পাল, চামেলি পাল, মিত্রা রায়, রাজেশ দাস, ঝলক চক্রবর্তী, মধুমিতা শর্মা, রাখি চৌধুরী, ভাগ্য রানী পাল, বিজেপির জেলা সভাপতি কৌশিক রাই এবং শহর মন্ডল সভাপতি দ্বীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা।
পুর নির্বাচনকে সামনে রেখে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ শুরু হলে শহরবাসী স্বাভাবিকভাবেই স্বাগত জানাবে। তবে নিছক নির্বাচনী চমক হলে হতাশ হবেন শহরবাসী এবং পুর নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে।
Comments are closed.