আজ থেকে কার্যকর হল নতুন আইন, বড় ধরনের জরিমানা এড়াতে জেনে রাখুন নতুন নিয়ম
নতুন মোটর ভেহিকল এক্ট আজ থেকে কার্যকরী হলো, এই নতুন সংশোধনীর মূল উদ্দেশ্য ট্রাফিক আইন লঙ্ঘনে আরও কড়া শাস্তির ব্যবস্থা করা। নতুন আইনে কী কী ক্ষেত্রে কতটা বাড়ল জরিমানার পরিমাণ দেখে নিন এক নজরে ৷ নতুন মোটর ভেহিকেল অ্যাক্টকে ১৯৮৮ সালের পুরনো অ্যাক্টকে সংশোধন করে আনা হয়েছে ৷
এর জন্য পুরনো নিয়মে প্রায় ৬৩টি সংশোধন করা হয়েছে, নতুন কী কী নিয়ম আনা হল দেখে নিন এক নজরে-
১) নতুন নিয়ম অনুযায়ী, মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে; ছয় মাসের জেলও হতে পারে এই অপরাধ দ্বিতীয়বার করলে ১৫ হাজার টাকা জরিমানা এবং দুই বছরের জেল হতে পারে।
২) কোনও জরুরী পরিষেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স, দমকল প্রভৃতির গাড়িকে রাস্তা না দিলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ এর আগে দিতে হত ১০০০ টাকা ৷
৩) মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে জরিমানা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷
৪) বিনা হেলমেটে গাড়ি চালালে দিতে হবে ১০০০ টাকা জরিমানা ৷ পাশাপাশি তিনমাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে ৷ বর্তমানে বিনা হেলমেটে গাড়ি চালালে দিতে হয় মাত্র ১০০ টাকা ৷
৫) র্যাশ ড্রাইভিং অর্থাৎ বাজেভাবে যান চালানোর জন্য জরিমানা ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।
৬) বিনা লাইসেন্সে গাড়ি চালালে করলে জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷
৭) সিট বেল্ট না পড়লে জরিমানা ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে ৷
৮) নাবালক গাড়ি চালালে তাদের অভিভাবককে দোষী মানা হবে ৷ এর জন্য ২৫০০০ টাকা জরিমানা ও তিন বছরের জন্য জেল হতে পারে ৷ পাশাপাশি গাড়ির রেজিষ্ট্রেশন বাতিল করে দেওয়া হবে ৷
৯) লাইসেন্সের বৈধতা শেষ হওয়ার পর ১ বছরের মধ্যে তা রিনিউ করা যেতে পারে ৷ বর্তমানে তা কেবল একমাসের জন্য ছিল ৷
১০) ট্রাফিক সিগন্যাল অমান্য করলে জরিমানা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে ।
ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি জানিয়েছিলেন যে, মোটামুটি দেড় লাখ লোক প্রতিবছর ভারতবর্ষে রোড এক্সিডেন্টে মারা পড়ে। এই নতুন আইনে কিছুটা দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমিয়ে আনতে পারে।
Comments are closed.