Also read in

আলোকসজ্জায় আইফেল টাওয়ার, মণ্ডপে পদ্মাবত'র সেট:সেজে উঠছে শ্যামাপ্রসাদ রোডের দুর্গাপূজা

 

আলোকসজ্জার কারসাজিতে আইফেল টাওয়ার এবং মণ্ডপে পদ্মাবত ছবির সেট। এমনই চোখধাঁধানো পরিকল্পনাকে সম্বল করে এবারে শিলচরের দুর্গাপূজায় আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে শ্যামাপ্রসাদ রোডের দুর্গাপূজা।এমনটাই আশা সুবর্ণজয়ন্তী বর্ষে শিলচরের শ্যামাপ্রসাদ রোড দূর্গাপূজা কমিটির।এবারের পুজোয় ভিড়ের অন্যতম উৎস স্থল হয়ে ওঠার পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। এখানে উল্লেখ করা যেতে পারে, শিলচরের বিগ বাজেটের দূর্গা পূজার মধ্যে শিলং পট্টি কিংবা শ্যামাপ্রসাদের রোডের দূর্গাপূজা অন্যতম।

জানা গেল, করিমগঞ্জের শিল্পী বাপ্পা দাস সাজাচ্ছেন এবারের মণ্ডপটি। মণ্ডপে থাকছে পদ্মাবত’র সেট, থাকবে দুটো ঘোড়া, মাটির তিনটি মডেলের ঝুমুর নাচ। শুধু মণ্ডপ নয়, আলোর ক্ষেত্রেও রয়েছে বিশেষ কারুকাজ। আলোকসজ্জায় রয়েছেন শিলচরের সঞ্জীব দাস। আলোর মাধ্যমে সেজে ওঠা আইফেল টাওয়ার দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে কমিটির আশা।তবে চমক রয়েছে মায়ের প্রতিমাতেও। কলকাতার মৃৎশিল্পী সুখদেব পাল গড়ছেন ১৪ ফুট উঁচু শাস্ত্রীয় প্রতিমা। সাজসজ্জা ও রঙের তুলিতে শাস্ত্রীয় প্রতিমায় এবারে নতুনত্বের ছোঁয়া থাকবে বলে দাবি দূর্গা পূজা কমিটির। চোখ ধাঁধানো আলোক সজ্জার পাশাপাশি ক্রিস্টালের তৈরি রাজস্থানের পাতাহীন বড় বড় গাছগুলো বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। তবে এগুলো ছাড়াও এবারের শ্যামাপ্রসাদ রোডের দূর্গাপূজায় দর্শকদের কথা চিন্তা করে রাখা হয়েছে সেলফি জোন। দর্শনার্থীদের ভিড় টানতে এও বিশেষ ভূমিকা নিতে পারে। সঙ্গে রয়েছে ফুড কোর্ট। ভিড়ের ওপর নজরদারি রাখতে থাকবে প্রচুর সিসি ক্যামেরা। সঙ্গে থাকবে ১৫ জনের সিকিউরিটি টিম।

চতুর্থীর সন্ধ্যায় অর্থাৎ ২ অক্টোবর মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্য অতিথি জেলাশাসক লায়া মাদ্দুরি। এছাড়াও মহালয়ার দিন সকাল সাড়ে ছটায় দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে প্রভাতফেরি বের করা হবে। প্রভাতফেরিতে ঘোড়ার ব্যবস্থা করা হয়েছে। কারণ এবার মায়ের আগমন ঘটছে ঘোড়ায়। সুসজ্জিত ট্যাবলো, ঢাকির দল,মনিপুরি ব্যান্ড, সঙ্গীত ও নৃত্যের দল এই প্রভাতফেরির আকর্ষণ হিসেবে থাকবে। তাছাড়াও থাকবেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

১৫ থেকে ২০ লক্ষ টাকার বিগ বাজেটের পূজায় মাতৃ আরাধনার পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রাক পুজো কর্মসূচি।বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে রক্তদান শিবির, দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির ইত্যাদিরও আয়োজন করা হয়েছে।

Comments are closed.