Also read in

১৬ সেপ্টেম্বর বঙ্গভবনে 'আমরা' আয়োজিত শারদ সুন্দরী প্রতিযোগিতা ২০১৯

টানা ১২ বছর ধরে শহরে শারদ সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করে আসছে সামাজিক সংস্থা ‘আমরা’। এবছরের অনুষ্ঠানটি আগামী ১৬ সেপ্টেম্বর বঙ্গভবনে অনুষ্ঠিত হচ্ছে। এতে মূল শারদ সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে ‘শারদ শিশু প্রতিভা’ প্রতিযোগিতাও। এদিন সন্ধ্যা ৫ টায় অনুষ্ঠানটি শুরু হবে এবং শহরের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংস্থার সদস্যরা এবছরের প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিতভাবে জানান। সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি মধুমিতা মজুমদার, সম্পাদিকা সোনালী বণিক সহ অংশ নেন সদস্য টুম্পা গোস্বামী, অঞ্জনা সাহা পাল, জয়া ভাওয়াল, মৌসুমী ঘোষ, ইন্দ্রানী দেব, সোনালী বণিক, মৌমিতা গুপ্ত সহ অন্যান্যরা। তারা জানান, প্রথমদিকে নিজেদের বাড়িতে অনুষ্ঠানগুলো করা হতো। টানা এক দশকের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করার পর আজ বঙ্গভবনে অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানটি আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে দুর্গাপূজা ঐতিহ্যকে আমাদের যুব সমাজের মধ্যে তুলে ধরা। দুর্গাপূজা আমাদের সমাজের সবথেকে বড় উৎসব এবং এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ঐতিহ্যের অনেক খুঁটিনাটি। আজকের যুব প্রজন্ম ফ্যাশনের দিকে সব সময় আকৃষ্ট থাকে। ভারতীয় ঐতিহ্যের মধ্য দিয়ে উৎসব পালনের ধারাতে তাদের নিয়ে আসতেই আমাদের এই প্রয়াস। প্রতিযোগিতার মূল তিনটি পর্ব থাকবে, সবগুলোই আমাদের ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথমে ইন্ট্রোডাকশন বা পরিচয় পর্ব, তারপরে প্রপ রাউন্ড যেখানে প্রতিযোগিরা নিজেদের ফ্যাশন সেন্স প্রদর্শন করবেন, এরপর থাকবে ট্যালেন্ট রাউন্ড যেখানে প্রশ্ন-উত্তর। উৎসব সবার তাই উৎসবকে সামনে রেখে আমাদের প্রতিযোগিতায় প্রত্যেকের অংশ নেওয়ার জায়গা রয়েছে। গত বছর একজন মুসলমান প্রতিযোগী অংশ নিয়েছিল এবং সে বিশেষ পুরস্কার জিতেছে। ‌ অনুষ্ঠানে অত্যন্ত সুন্দরভাবে আরতী এবং চণ্ডীপাঠ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এতে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন এবং আমরা চাই এধরনের প্রতিযোগী আরও বেশি আমাদের অনুষ্ঠানে অংশ নিক।

মঙ্গলবার থেকেই প্রতিযোগিতার গ্রুমিং শুরু হয়ে গেছে, ১৫ সেপ্টেম্বর রয়েছে সেমিফাইনাল রাউন্ড। এখন পর্যন্ত প্রায় ৪০জন প্রতিযোগী নাম লিখিয়েছেন এবং তাদের প্রত্যেককে এই কয়েকদিন গ্রুমিং করা হবে।

বিজয়ীদের সোনার গয়না এবং নগদ পুরস্কার মূল্য সহ বিশেষ শংসাপত্র দেওয়া হবে। শারদ শিশু প্রতিভা অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে বিশেষ উপহার প্রদান করা হবে। অনেকেই অনুষ্ঠানে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ কেউ আমাদের অনুষ্ঠানটি আয়োজন করতে সাহায্য করছেন কেউ আবার উপহার গুলো দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। ভারতীয় ঐতিহ্য এবং ফ্যাশন মিলেমিশে এবারও একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠান হবে বলে আমরা আশা করছি। ১২ বছর আগে আমরা যখন অনুষ্ঠানটি শুরু করেছিলাম তখন শহরে এধরনের কোনও প্রতিযোগিতা হতোই না। অনুষ্ঠানটি আয়োজন করতে করতে আমরা আজ শহরের মানুষের মনে একটি জায়গা তৈরি করে নিয়েছি। একইভাবে প্রতিযোগিরাও এতে অংশ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাস অর্জন করে। অতীতে যারা আমাদের এই অনুষ্ঠানে সফলতা পেয়েছে তারা অন্যান্য অনুষ্ঠানে নিজেদের খুব সুন্দর ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে এবং সফলতা অর্জন করেছে। আমরা শহরে প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের অনুষ্ঠানে আসুন এবং আমাদের সাহস যোগান।

Comments are closed.