উধারবন্দ এলাকার প্রত্যন্ত মাঝারগ্রামের ছেলে বিক্রম কৈরী আজ জেলা উপায়ুক্ত
চা বাগান এলাকা থেকে উঠে আসা উদারবন্দের প্রত্যন্ত মাঝারগ্রামের বাসিন্দা বিক্রম কৈরি মাজুলির জেলাশাসক হিসেবে নিযুক্ত হলেন। বর্তমানে তিনি তিনসুকিয়ার অতিরিক্ত জেলা শাসক হিসেবে দক্ষতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।
সোমবার রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে ( নং এএএ/৫/২০১৭/৪৯) বিক্রম কৈরীকে জেলাশাসক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। দু-একদিনের মধ্যেই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
বিক্রম কৈরী ২০১৪ সালে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অসমের বিভিন্ন জেলায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও অতিরিক্ত জেলা শাসক হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করে গেছে । বিক্রম কৈরীর পিতা সীতারাম কৈরি ডাক বিভাগের কর্মী।
বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে বিক্রম কৈরী জানালেন, “বেশ ভালো লাগছে, একজন আইএএস অফিসারের পক্ষে এটা জীবনের একটা রোমাঞ্চকর ক্ষন । এই বৃহত্তর দায়িত্ব নিয়ে জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে আমি বেশ রোমাঞ্চ অনুভব করছি। আমি বিশ্বাস করি সমাজ এবং দেশের জন্য আমি আরো বেশি করে নিজের অবদান রাখতে পারব।”
বিক্রম কৈরির এই পদোন্নতিতে বরাক উপত্যকার বিভিন্ন স্তরের জনগণ ও খুশি ব্যক্ত করেছেন।
Comments are closed.