Also read in

বরাকের মণ্ডপে মণ্ডপে হিমন্ত বিশ্ব, ঐক্য-সম্প্রীতির বাতাবরণের আশীর্বাদ চাইলেন দশভূজার কাছে

মিজোরামে নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক বিশেষ বৈঠকে যোগদান করে গুয়াহাটি যাওয়ার পথে দুর্গাপুজোর মহাষ্টমী বরাক উপত্যকায় কাটাচ্ছেন রাজ্যের অর্থ, স্বাস্থ্য মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকার প্রায় কুড়িটি পূজামণ্ডপে হাজির হয়ে ভক্তিভরে প্রণাম করলেন, কথা বললেন সাধারন ভক্তদের সঙ্গে,  সাধারণ পূজা দর্শনার্থীরাও সেলফি তুললেন তার সঙ্গে।

তাঁর এই আকস্মিক বরাক উপত্যকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, আজ তিনি শিলচরেই থাকছেন; যত বেশি সংখ্যক পুজোমণ্ডপ সম্ভব তিনি ঘুরে দেখবেন। “মিজোরাম থেকে শিলচর হয়েই যেতে হয়, তাই এই সফর। শিলচরে অনেক পুরনো পুজো রয়েছে, কোনটা ১০০ বছর কোনটা ৫০ বছর, তাই এই পুজো দেখার ব্যাপারে আমার উৎসাহ রয়েছে। আমার বাড়ি যখন গান্ধীবস্তিতে ছিল আমরা তখন পূজো করতাম সাথে নাটকও করতাম, সেই স্মৃতি আজও সজীব রয়েছে। দুর্গাপূজা মানুষের মধ্যে আনন্দ প্রদান করে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে”।

এই সফর নিয়ে এক ফেসবুক পোস্টে মন্ত্রী হিমন্ত লিখেছেন, “মহাষ্টমীতে শিলচরের বিভিন্ন মণ্ডপে সকলের সঙ্গে মায়ের শ্রী চরণে প্রণাম জানানোর সৌভাগ্য হলো আমার। সব অশান্তি-অপ্রীতি দূর করে ঐক্য-সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে দশভুজা মা দুর্গা আমাদের সবাইকে আশীর্বাদ দিন।”

বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের সাথে তিনি স্থায়ী মন্দির নির্মাণ তথা উন্নয়নের ব্যাপারেও আলোচনা করেন । তার সাথে রয়েছেন স্থানীয় সাংসদ ডাঃ রাজদীপ রায়, বিধায়ক দিলীপ পাল, বিজেপি দলের সভাপতি কৌশিক রাই, কণাদ পুরকায়স্থ প্রমূখ।

Comments are closed.