মজুমদার বাজার সংলগ্ন বরাক নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ
শিলচর সংলগ্ন তোপখানা এলাকায় বরাক নদীর পাশে মিললো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে শিলচর সদরঘাট সংলগ্ন নদীতে একটি মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। তারা পুলিশ এবং এনডিআরএফ বাহিনীকে খবর দেন। তবে পুলিশ আসার আগেই জলস্রোতে মৃতদেহটি ভেসে যায়। পড়ে শিলচর সংলগ্ন মজুমদার বাজার এলাকায় বরাক নদীর পাশে আটকা পড়ে। সেখান থেকে এটি উদ্ধার করে আপাতত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃতদেহটি একজন পুরুষের তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি এবং মৃত্যুর কারণও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এটি খুন না আত্মহত্যা এনিয়ে সংশয় রয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরেই এটি জানা সম্ভব হবে। জলে মৃতদেহটি কিছুটা ফুলে গিয়েছে তাই ব্যক্তিটি মৃত্যু বেশ কিছুটা সময় গড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
Comments are closed.