Also read in

হাইলাকান্দিতে ট্রাভেলার-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৭, গুরুতর ২

ডিজেল অটো ও ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষে রবিবার হাইলাকান্দিতে আহত হয়েছেন সাতজন; এর মধ্যে গুরুতর আহত দুইজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের সন্তোষ কুমার রায় অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে রবিবার দুপুরে, হাইলাকান্দির আয়নাখাল বাজারসংলগ্ন ধলেশ্বরী-ভৈরবী জাতীয় সড়কের ওপর। ঘটনার বিবরণে জানা যায় রোববার দুপুরে দক্ষিণ হাইলাকান্দির জয় কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা একই পরিবারের ছয় জন সদস্য আয়নাখাল বাজার সংলগ্ন এক আত্মীয়র বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে একটি ডিজেল অটো ভাড়া করে রওনা দেন। যাত্রাপথে হাইলাকান্দি থেকে আসা একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালনার ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই মুখোমুখি সংঘর্ষে আহত শেখ নুরুল হক(৪১), সালমা বেগম(৩২), হাসিনা মেহনাজ (১১), সাদিকা মেহনাজ(৮), একলাছ উদ্দিন(২০) দের এসকে রায় সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে। শেখ শাহানুর আলম (৩) ও লালা জালাল পুরের বাসিন্দা নজির আহমেদ চৌধুরীর(৫৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাভেলার এবং ডিজেল অটো উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর দুটি গাড়ির চালকই গা-ঢাকা দিয়েছে।

Comments are closed.