শান্তি ভঙ্গের আশঙ্কায় সমগ্র হাইলাকান্দি জেলায় ১৪৪ ধারা অনুযায়ী বিধি-নিষেধ জারি
হাইলাকান্দি জেলা প্রশাসন শান্তি সম্প্রীতি রক্ষার্থে এক আদেশ বলে সমগ্র হাইলাকান্দি জেলায় ১৪৪ ধারা অনুযায়ী বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে।
জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি এই আদেশ প্রদান করেছেন। এই নির্দেশ অনুসারে প্রকাশ্য স্থানে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, ধর্না এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, লালা থানার অধীন আয়না খাল ও মনাছড়া গাঁও পঞ্চায়েত এবং তৎসংলগ্ন এলাকায় কিছু ব্যক্তি হিংসা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর প্রয়াস চালাচ্ছে।
এই আদেশে সতর্ক করে দেওয়া হয়েছে কোন ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তাদেরকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী যথোচিত শাস্তি প্রদান করা হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
Comments are closed.