পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশুর লাশ উদ্ধার শিলচর রেল স্টেশনে
মানুষ নিজেকে যতই শিক্ষিত এবং অত্যাধুনিক বলে জাহির করছে ততই অমানবিক ঘটনার সাক্ষী হয়ে উঠছে এই নিষ্ঠুর সময়। আজও এক অমানবিক করুন ঘটনার সাক্ষী থাকল শিলচর রেলওয়ে স্টেশন। যে শিশুটি সদ্য পৃথিবীর আলো দেখেছে, সেও রেহাই পেল না অপরাধীর কাছ থেকে! জানা যায়,একটি নবজাতক শিশুর লাশ প্লাস্টিকের ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় বুধবার সন্ধ্যায় শিলচর রেলওয়ে স্টেশনে পাওয়া গেছে। শিলচর আরপিএফ জওয়ানরা সবচেয়ে প্রথমে শিশুটির লাশ খুঁজে পায়। সিকিউরিটি চেক আপের মত নিয়মিত দৈনন্দিন দায়িত্ব পালন করার সময় জওয়ানরা হঠাৎ করে বাচ্চাটির মৃতদেহ খুঁজে পায়। লাশটি এরপর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। রেলওয়ে পুলিশ মামলাটির তদন্ত করছে বলে জানা যায়।
এদিকে শিলচরের স্টেশন মাস্টার বিপ্লব দাস ঘটনার বিষয়ে বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, নবজাতক শিশুর লাশ স্টেশন চত্বরের ৪ নম্বর লাইনের কাছে একটি প্লাস্টিকে মোড়া অবস্থায় পাওয়া যায়। এটি স্পষ্টতই সামাজিক অপরাধ। অনুমান করা হচ্ছে, অপরাধী নবজাতক শিশুকে খুন করে স্টেশনে ফেলে চলে যায়। এ ধরনের অপরাধে অন্যদের চোখে ধুলো দিতে স্টেশনে ফেলে যাওয়ার মত সহজ পন্থা অবলম্বন করেছে দুর্বৃত্তরা।তবে মামলাটি শিলচর জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তারা মামলাটির তদন্ত করবে বলে জানান স্টেশন মাস্টার।
বিগত কিছুদিন ধরে শিলচর তথা বরাক উপত্যকায় অপরাধমূলক কার্যকলাপ রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ থেকে নবজাতক শিশুরাও যে রেহাই পাচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
Comments are closed.