Also read in

স্বপ্নের উড়ান নিয়ে কালী পূজার থিম মালুগ্রামের অ্যাপোসলসের, থাকবে প্লাস্টিক বর্জনের বার্তা

কালী পুজোয় মালুগ্রামের অ্যাপোসলস ক্লাবের পূজো সবসময়ই শিলচরের এক বিশেষ আকর্ষণ। তিরিশ বছর ধরে পুজো করছেন এরা, প্রতিবছরই উদ্যোক্তারা পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করে থাকেন, এবার একত্রিশতম পুজোতে হাজির করছেন নতুন চিন্তাধারা, ‘স্বপ্নের উড়ান’ ।

শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে পূজার প্রস্তুতি সম্বন্ধে বর্ণনা দিয়েছেন ক্লাবের কর্তাব্যক্তিরা। উদ্যোক্তারা জানান,শুধুমাত্র পলিথিনের ক্যারিব্যাগ বন্ধ করে দায়িত্ব শেষ করলে চলবে না কারণ আরও বিভিন্ন ধরনের প্লাস্টিক আমরা ব্যবহার করছি প্রতিনিয়ত, বাজারে রয়েছে প্লাস্টিকের জলের বোতল সহ অসংখ্য প্লাস্টিক সামগ্রী । তাই পলিথিন ব্যাগের পাশাপাশি সব ধরনের প্লাস্টিক বর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। প্লাস্টিকের বিকল্প হিসেবে তৈরি করা বিভিন্ন সামগ্রী ব্যবহারের ব্যাপারে এই পুজোয় বার্তা ছড়ানো হবে বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী বলেন, বন্যপ্রাণী এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই ক্লাব বিগত ৩০ বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবারও সেই প্রয়াস চলছে । পলিথিনের ক্যারি ব্যাগ বর্জনের প্রয়াস সফল হতে চলছে, সাথে সাথে প্লাস্টিকের জলের বোতল প্রভৃতি ও বর্জন করার চেষ্টা করতে হবে; তার জন্য বিকল্পের কথা ও ভাবতে হবে।

উদ্যোক্তারা সর্বস্তরের জনসাধারণকে তাদের পুজো পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।

Comments are closed.